—প্রতিনিধিত্বমূলক ছবি।
তিন বছর আগে ঘটা এক অপরাধের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। অভিযুক্ত নয়াগ্রাম থানার অন্তর্গত আমলাডাংড়ি গ্রামের বাসিন্দা শ্যামলাল হাঁসদাকে সাড়ে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।সাজা ঘোষণা করেন জেলা ও দায়রা আদালতের বিচারক সরজিৎ মজুমদার।
আদালত সূত্রে খবর, ২০২২ সালে আমলাডাংড়ি গ্রামের বাসিন্দা সলমা হাঁসদা নামের এক প্রতিবেশীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে শ্যামলাল হাঁসদার বিরুদ্ধে। মারধরের ফলে সালমার একটি চোখ নষ্ট হয়ে যায়। আক্রান্তের ছেলে সুকুল হাঁসদা নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে শ্যামলালকে। এতদিন ধরে সেই অপরাধের বিচার প্রক্রিয়া চলছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালে বিচার পক্রিয়া শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশ চার্জশিট জমা দেয় এবং এই বছরের শেষে চার্জ গঠন হয়। মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করার পর বিচারক সাজা ঘোষণা করেন।
সরকারি আইনজীবী কৌশিক সিন্হা জানান, ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ ধারায় ৬ মাস সশ্রম কারাদণ্ড এবং ৩২৬ ধারায় ৬ বছর সশ্রম কারাদণ্ড এবং একহাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একমাস সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে ঝাড়গ্রাম আদালত।