—প্রতীকী চিত্র।
চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছিলেন খালাসি। সেই সময় পিছনে থাকা অন্য একটি গাড়ি এসে পিষে দেওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে গভীর রাতে ওই খালাসির মৃতদেহ তুলে নিয়ে গিয়ে নির্জন রাস্তার পাশে ফেলে চম্পট দিলেন সঙ্গী চালক!
রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুকে শহিদ মাতঙ্গিনী ব্লকের পিতুলসাহা গ্রামের অদূরে সেই খালাসির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত খালাসির নাম শেখ শফিকুল (২২)। তাঁর বাড়ি তমলুক থানার ডুমরা গ্রামে। শফিকুল একটি পিকআপ ভ্যানের খালাসি হিসাবে কাজ করতেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। পিকআপ ভ্যানের চালকের শাস্তির দাবি তোলেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
ডুমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্ধেন্দুশেখর মাইতি বলেন, ‘‘গাড়িচালক অত্যন্ত অমানবিক ভাবে হেল্পারের রক্তাক্ত মৃতদেহ রাস্তার ধারে ফেলে চলে গিয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আমরা।’’