Kharagpur Incident

৪০ হাজার টাকা, ল্যাপটপ! ট্রেনে পড়ে থাকা ব্যাগের মালিক খুঁজে ফিরিয়ে দিলেন পিংলার যুবক

নিজের কাজে মেদিনীপুর-হাওড়া লোকালে কলকাতা গিয়েছিলেন পিংলা বিধানসভার খড়্গপুর-২ ব্লকের সিতি বাটিটাকি গ্রামের বাসিন্দা চন্দন। শ্যামচক স্টেশনে নামার সময়ে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে কামরায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৮
Share:

মাম্পি মজুমদারের (ডান দিকে) হাতে কুড়িয়ে পাওয়া ব্যাগ তুলে দিলেন চন্দন দাস (বাঁ দিকে)। —নিজস্ব চিত্র।

মানবিকতার পরিচয় দিলেন চন্দন দাস নামে এক ব্যক্তি। পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ। তার মধ্যে ছিল ৪০ হাজার টাকা, ল্যাপটপ এবং জরুরি কাগজপত্র।

Advertisement

নিজের কাজে মেদিনীপুর-হাওড়া লোকালে কলকাতা গিয়েছিলেন পিংলা বিধানসভার খড়্গপুর-২ ব্লকের সিতি বাটিটাকি গ্রামের বাসিন্দা চন্দন। শ্যামচক স্টেশনে নামার সময়ে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে কামরায়। ট্রেন থেকে নামার সময় সেই ব্যাগটি নিয়ে নামেন। সেই ব্যাগ নিয়ে সোজা চলে যান পরপয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেরার বাড়িতে। তার পর সেই ব্যাগ খুলে দেখেন জরুরি কিছু কাগজপত্র। সেখান থেকে বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জানতে পারেন চন্দন।

ওই ব্যাগটি মেদিনীপুর শহরের বাসিন্দা মাম্পি মজুমদার নামে এক মহিলার। তারপর তাঁকে ডেকে রবিবার সমস্ত জিনিস ফিরিয়ে দেন চন্দন। পঞ্চায়েত প্রধান সনাতন বলেন, ‘‘চন্দন আমাদের এলাকার বাসিন্দা। ওঁর এই কাজে আমরা খুবই গর্বিত।’’ চন্দন বলেন, ‘‘ট্রেন থেকে নামার সময়ে দেখি, ওই ব্যাগটি আমার আসনের কাছে পড়ে রয়েছে। ট্রেনের সহযাত্রীদের কাছ থেকে জানতে চাই। তাঁরা কোনও সদুত্তর না দেওয়ায় ব্যাগটি নিয়ে প্রধানের বাড়িতে যাই। ব্যাগের ভিতরে শুধু কাগজ দেখেছিলাম। যাঁর ব্যাগ, তিনি এসে জানান, ব্যাগে ৪০ হাজার টাকা ছিল। সেগুলি সব ফিরিয়ে দিতে পেরে ভাল লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement