Crime

মূক-বধির তরুণীকে ধর্ষণ, ধৃত আত্মীয় 

স্থানীয় বাসিন্দারা জানান, বছর বাইশের ওই তরুণী কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪২
Share:

প্রতীকী ছবি।

এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি এক সপ্তাহ আগে হলেও সোমবার মেয়ের মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারপরই শক্তিপদ সিংহ নামে ষাটোর্ধ্ব এক প্রৌঢ়কে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর বাইশের ওই তরুণী কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না। তিনি মানসিক অবসাদেও ভুগছেন। অভিযোগ, ওই প্রতিবন্ধী মেয়েকে ফুঁসলিয়ে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে গড়বেতা আদালতে তোলা হয়।

Advertisement

সরকারি আইনজীবী চিন্ময় চক্রবর্তী বলেন, ‘‘এসিজেএম চন্দন প্রামাণিক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তিনি কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না, তাই দোভাষীর মাধ্যমে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement