—প্রতীকী চিত্র।
অষ্টম শ্রেণির এক অপহৃত নাবালিকাকে গুজরাতের সুরত থেকে উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ। পাশাপাশি, ওই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত সবং থানার ২ নম্বর অঞ্চলের চকগোপীনাথপুর এলাকার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে অপহরণ, নাবালিকাকে বিয়ে-সহ পকসো ধারায় মামলা রুজু করে পুলিশ।
রবিবার মেদিনীপুর আদালতে হাজির করানো হয় ২৫ বছরের যুবককে। বিচারক ওই যুবককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ওই নাবালিকাকে পাঠানোর নির্দেশ দিয়েছেন সরকারি হোমে। অভিযোগ, গত ২১ জুলাই ওই নাবালিকাকে অচেতন করে গুজরাতে নিয়ে পালিয়ে যান ওই যুবক। জ্ঞান ফিরলে কিশোরী জানতে পারে, তাকে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছে। আরও অভিযোগ, তাকে বিয়েও করে নেয় যুবক। নাবালিকার বাড়ি অভিযুক্তের পাশের গ্রামে।
২১ জুলাই কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকের সন্দেহ হয় যে, ঘটনার নেপথ্যে রয়েছেন ওই যুবক। থানায় অভিযোগ জানালে থানার ওসি চঞ্চল সিংহ তদন্ত শুরু করেন। তদন্তকারী অফিসার এএসআই বিজনবিহারী দাস তদন্তে নেমে ফোনের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখেন। সেখান থেকেই তিনি জানতে পারেন, অভিযুক্ত যুবক গুজরাতে রয়েছেন। চার জনের দল নিয়ে তদন্তকারী অফিসার পৌঁছে যান গুজরাতের ওলপ্যাড থানা এলাকায়। সেখান থেকে ৪ সেপ্টেম্বর দুপুরে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। গ্রেফতার করা হয় ওই যুবককে।
ট্রানজিট রিমান্ডে মেদিনীপুর নিয়ে আসা হয় যুবককে। আদালতে ওই নাবালিকা গোপন জবানবন্দি দিয়েছে।