পলাতক বন্দিকে ধরল পুলিশ

অবশেষে পুলিশের হেফাজত থেকে চম্পট দেওয়া বিচারাধীন বন্দি কৃষ্ণপদ ভক্তা ধরা পড়ল। তিন দিন ফেরার থাকার পরে শুক্রবার গভীর রাতে নয়াগ্রাম থানার জামশোলা জঙ্গল থেকে কৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। খুনের মামলার অভিযুক্ত কৃষ্ণকে শনিবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। খুনের অভিযুক্ত কৃষ্ণ গত মঙ্গলবার পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:৫৫
Share:

অবশেষে পুলিশের হেফাজত থেকে চম্পট দেওয়া বিচারাধীন বন্দি কৃষ্ণপদ ভক্তা ধরা পড়ল। তিন দিন ফেরার থাকার পরে শুক্রবার গভীর রাতে নয়াগ্রাম থানার জামশোলা জঙ্গল থেকে কৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। খুনের মামলার অভিযুক্ত কৃষ্ণকে শনিবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। খুনের অভিযুক্ত কৃষ্ণ গত মঙ্গলবার পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল।

Advertisement

পুলিশ সূত্রের খবর, কয়েক দিন আগে নয়াগ্রামের জামশোলা গ্রামের লাগোয়া পচাপানি জঙ্গল থেকে কোকি নায়েক নামে বছর উনিশের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের সূত্রে পুলিশ জানতে পারে, ওই তরুণীকে অপহরণের পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত ২১ মে জামশোলা গ্রামেরই যুবক বছর একুশের কৃষ্ণপদ ভক্তাকে গ্রেফতার করা হয়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কৃষ্ণ এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের দাবি। পরদিন ২২ মে ধৃতকে ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাঁকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার কৃষ্ণকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানোর ধার্যদিন ছিল। মঙ্গলবার নয়াগ্রামের খড়িকামাথানি চকে ঝাড়গ্রামের বাসে ওঠার আগেই আচমকা ওই বন্দি হ্যান্ডকাপ পরা অবস্থায় দুই পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মরাপাদা জঙ্গলের দিকে চম্পট দিয়েছিল। পলাতকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন