Amlasuli

মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার

বাম আমলের শেষ দিকে মাওবাদী পর্বে উত্তপ্ত ছিল গোয়ালতোড়ের আমলাশুলি এলাকা। আমলাশুলি থেকে কিছুটা দূরেই ভালুকবাসা জঙ্গল। এই জঙ্গল একসময় মাওবাদীদের ডেরা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আমলাশুলি  শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০০:০৩
Share:

সেই পোস্টার। নিজস্ব চিত্র

সাতসকালে পোস্টারে আতঙ্ক ছড়াল আমলাশুলিতে। বুধবার সকালে গোয়ালতোড় থানার আমলাশুলি বাজার এলাকায় রাস্তার পাশে কয়েকটি জায়গায় সাদা কাগজে লাল কালিতে সিপিআই (মাওবাদী) লেখা পোস্টার দেখা যায়। সেখানে নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় ‘জনগণের প্রতিরোধকে লাল সেলাম’ জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের অবশ্য দাবি, ওই পোস্টারগুলি মাওবাদীদের লেখা নয়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘পোস্টারের পিছনে মাওবাদী যোগাযোগ নেই। তবে কে বা কারা দিল পোস্টার তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

বাম আমলের শেষ দিকে মাওবাদী পর্বে উত্তপ্ত ছিল গোয়ালতোড়ের আমলাশুলি এলাকা। আমলাশুলি থেকে কিছুটা দূরেই ভালুকবাসা জঙ্গল। এই জঙ্গল একসময় মাওবাদীদের ডেরা ছিল। রক্তও ঝরেছিল ওইসব এলাকায়। গত বছরের মাঝামাঝি আমলাশুলির পাশে মাকলি অঞ্চলের একটি এলাকা থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতেরা প্রত্যেকেই কলকাতার যাদবপুর এলাকা থেকে এসেছিলেন। ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেলায় চাপা আতঙ্ক ছড়িয়েছে এই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলি হাটের রাস্তা, কান্তোড় মোড়ের রাস্তায় দেখতে পাওয়া যায়। কোথাও লেখা ছিল, ‘সারা দেশজুড়ে এনআরসি বিরুদ্ধে চলা জনগণের প্রতিরোধকে লাল সেলাম।’ কোনটায় লেখা, ‘ফ্যাসিবাদী বিজেপি আরএসএসের সস্তা শ্রমিক বানানোর চক্রান্তকে ধ্বংস করুন।’

বিজেপির দাবি, তৃণমূলই ওই পোস্টার দিয়েছে। দলের গোয়ালতোড় উত্তর মণ্ডলের সভাপতি উজ্জ্বল হাঁটুই বলেন, ‘‘একদিন আগেই এলাকায় বড় মিছিল করেছি আমরা। তাই আতঙ্কিত হয়ে তারাই এই পোস্টার দিয়েছে।’’ অভিযোগ উড়িয়ে তৃণমূলের আমলাশুলি অঞ্চলের কার্যকরী সভাপতি বরেন মণ্ডলের দাবি, ‘‘তৃণমূল এরসঙ্গে যুক্ত নয়। ’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন