পচা আলু, প্রতিবাদে অবরোধ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পচা আলু সরবরাহের প্রতিবাদে পথ অবরোধ করলেন গ্রামবাসী। সোমবার সকালে শান্তিপুর-২ পঞ্চায়েতের সাহড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি সরবরাহে পাঠানো আলুর বস্তার বেশিরভাগ আলুই ছিল পচা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০০:৫১
Share:

পচা: বিলি করা হয়েছে এমন আলুই। নিজস্ব চিত্র

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পচা আলু সরবরাহের প্রতিবাদে পথ অবরোধ করলেন গ্রামবাসী। সোমবার সকালে শান্তিপুর-২ পঞ্চায়েতের সাহড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি সরবরাহে পাঠানো আলুর বস্তার বেশিরভাগ আলুই ছিল পচা। তাই দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী।

Advertisement

দুপুর ১২ টা নাগাদ ওই আলুর বস্তা নিয়েই হলদিয়া মেচেদা রাজ্য সড়কের বুড়ারিতে পথ অবরোধ করেন গ্রামবাসী। বাসিন্দা ভোলানাথ সাঁতরার ক্ষোভ, “শিশুদের জন্য এই রকম পচা খাওয়ার কী করে পাঠালো প্রশাসন? এর একটা বিহিত হওয়া প্রয়োজন।” শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বামদেব গুছাইতের অভিযোগ, “পচা আলুর অভিযোগ পেয়েছি, এই সমস্যার সমাধানের জন্য আমরা গ্রামবাসীদের নিয়ে একটা বৈঠকে বসব।” তিরিশ মিনিট পর পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ ওঠে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে সহায়ক মুল্যে সরাসরি চাষিদের কাছ থেকে ৩২৮ মেট্রিক টন আলু কিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরবরাহ করছে পুর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) প্রশান্ত অধিকারী বলেন, ‘‘সরাসরি মাঠ থেকে চাষিদের থেকে আলু কিনে সরবরাহ করেছি আমরা। এই পদ্ধতিতে কিছুটা সময় লেগেছে। অত্যাধিক গরমের জন্য হয়তো কিছু আলু নষ্ট হবে, এই কথা ভেবেই আমরা নির্দেশ দিয়েছি শুধু ভাল আলু দিয়ে শিশুদের জন্য রান্না করতে হবে। বাকিটা ফেলে দেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন