Patashpur

জয়েন্ট বিডিও-সহ আরও এক আধিকারিক ‘নিখোঁজ’, থানায় ডায়েরি বিডিও-র, রাতে রিমা বলেন, ‘আমি তো কোথাও যাইনি’

শুক্রবার ছিল স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ব্লক অফিসে পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল। সেখানেই পটাশপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও রিমা পাত্র ও ব্লকের পঞ্চায়েত ডেভলভমেন্ট অফিসার রমাচন্দ্র মাঝির নিখোঁজ হওয়ার গুঞ্জন ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ০০:৩৩
Share:

—প্রতীকী চিত্র।

পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও এবং ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ‘নিখোঁজ’। এই মর্মে শুক্রবার পটাশপুর থানার ওসির কাছে ডায়েরি করেছেন বিডিও। জানা গিয়েছে, ১৪ অগস্ট থেকে ওই দু’জন নিখোঁজ। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক থেকে শুরু করে রাজ্য পঞ্চায়েত দফতরেও তিনি এ বিষয়ে জানিয়েছেন। ব্লকের দুই আধিকারিকের নিখোঁজের ঘটনায় হুলস্থুল পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লক।

Advertisement

শুক্রবার ছিল স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ব্লক অফিসে পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পটাশপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও রিমা পাত্র ও ব্লকের পঞ্চায়েত ডেভলভমেন্ট অফিসার রমাচন্দ্র মাঝি। এর পরেই তাঁদের নিখোঁজ হওয়ার গুঞ্জন ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই পটাশপুর থানায় যান পটাশপুর-১-এর বিডিও বিধানচন্দ্র বিশ্বাস। সেখানে ওই দু’জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনাটি জানানো হয় পূর্ব মেদিনীপুর জেলাশাসক এবং রাজ্য পঞ্চায়েত দফতরেও। তদন্তে নামে পুলিশ।


Advertisement

এই ঘটনার পর, জয়েন্ট বিডিও রিমা পাত্র সংবাদমাধ্যমে জানান, তিনি কোথাও নিখোঁজ হননি। তিনি বহাল তবিয়াতেই আছেন। বিডিও ঠিক কোন কারণে পুলিশে এমন অভিযোগ জানিয়েছেন, তা ভেবেই তিনি বিষ্মিত। জয়েন্ট বিডিও-র দাবি, বৃহস্পতিবার বিডিও-র সঙ্গে তাঁর কথা হয়েছিল। অথচ শুক্রবার তাঁকে নিখোঁজ ঘোষণা কেন করা হল সে বিষয়ে অন্ধকারে রয়েছেন তিনি। তিনি বলেন, “নিখোঁজ হলে আমার ফোন বন্ধ থাকত। আমার ফোন খোলা রয়েছে। তার পরও আমার নামে এমন অভিযোগ করার কারণ কী, সে বিষয়ে বিডিও-র সঙ্গে কথা বলার পর জানতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement