TMC

‘ওদের কোনটা মুখ, কোনটা মুখোশ, বোঝা মুশকিল’ অধিকারীদের কটাক্ষ সিদ্দিকুল্লার

পশ্চিম মেদিনীপুর জেলায় জমিয়তের আহ্বানে কৃষি আইন বাতিলের দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুর শহরে আসেন সিদ্দিকুল্লা চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:২৯
Share:

জমায়েতে সিদ্দিকুল্লা চৌধুরী। নিজস্ব চিত্র

নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলেমা এ হিন্দ-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। বললেন, ‘‘অধিকারী দাবি করেছে তাঁদের দীর্ঘদিনের আত্মীয়তা ছিল বিজেপির সঙ্গে। ওঁদের কোনটা মুখ, আর কোনটা মুখোশ সেটা বোঝাই মুশকিল। বাংলার ভোটাররা অধিকারী পরিবারের কথায় ভোট দেবেন না।’’

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলায় জমিয়তের আহ্বানে কৃষি আইন বাতিলের দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুর শহরে আসেন সিদ্দিকুল্লা চৌধুরী। শহরের গাঁধী মূর্তি পাদদেশে সভায় তিনি বলেন, ‘‘যাঁরা গাঁধীজিকে অপমান করেছেন, তাঁরা উত্তরসূরি হতে পারেন না। তাঁরা গদ্দার, মীরজাফর। ব্রিটিশদের দালাল।’’

রবিবার কৃষি আইনের প্রতিবাদ জানাতে পাঁশকুড়া মেদিনীপুর জাতীয় সড়কের উপর অবরোধ করার ডাক দিয়েছেন তিনি। সিদ্দিকুল্লার কথায়, ‘‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙুল বাঁকাতে হবে। নন্দীগ্রাম আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, সর্বত্রই জামিয়েত উলেমা-র প্রতিনিধিরা হাজির ছিলেন। তখন বিজেপি কোথায় ছিল?’’

Advertisement

মেদিনীপুর বিপ্লব করতে জানে বলেও রবিবার মনে করিয়ে দেন তিনি। করোনা টিকার গাড়ি আটকানো নিয়েও বিজেপি মিথ্যে প্রচার করছে বলে আক্রমণ করেন সিদ্দিকুল্লা। মিমকে কটাক্ষ করে সিদ্দিকুল্লা বলেন, ‘‘মিম আসছে, ডিম পাড়বে।বাংলায় ওদের দরকার নেই।’’

আরও পড়ুন: নীলবাড়ির লক্ষ্যে গেরুয়া রথ বঙ্গে, পাঁচ যাত্রার শেষে মেগা সমাবেশ

আরও পড়ুন: মমতার সভায় ডাক নেই দুই অধিকারীকে, যাবেন না তাঁরাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন