গতিতে লাগাম পরাতে জাতীয় সড়কে বসল ‘স্পিড লেজার গান’

গত ২৮ অক্টোবর ৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় উলুবেড়িয়ার বাসিন্দা অমিত সিংহের মৃত্যু হয়। জানা যায় দুর্ঘটনার অন্যতম কারণ ছিল প্রচণ্ড গতি। এরপরই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৭:০০
Share:

ফাঁদ: জাতীয় সড়কে এই যন্ত্রেই ধরা পড়বে বেপরোয়া গতির যান। নিজস্ব চিত্র

গত ২৮ অক্টোবর ৬ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় উলুবেড়িয়ার বাসিন্দা অমিত সিংহের মৃত্যু হয়। জানা যায় দুর্ঘটনার অন্যতম কারণ ছিল প্রচণ্ড গতি। এরপরই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এতদিন বেপরোয়া বাইক ও গাড়ির গতি মাপতে জেলায় ছিল ৭টি স্পিড লেজার গান চেকিং ইউনিট। তার মধ্যে কাজ করত মাত্র ৫টি ইউনিট। বাকি ২ টি ইউনিট থাকলেও সেগুলি প্রশিক্ষণের অভাবে কাজ হত না। ২৮ তারিখের দুর্ঘটনার পর তড়িঘড়ি পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পথে নামানো হয়েছে পুরো সাতটি ইউনিটই।

Advertisement

তবু আগের চেয়ে বর্তমান ব্যবস্থায় বিস্তর ফারাক রয়েছে। পুরনো ইউনিটগুলি বাইক ও গাড়ির গতি মাপতে ও ছবি তুলতে ব্যবহার করা হত। তবে পুরনো মেশিনগুলিতে ছবির মান খুব ভাল হত না বলে পুলিশ মহলেরই একাংশের অভিযোগ ছিল। নতুন প্রযুক্তির এই ইউনিটগুলি আরও সূক্ষ্মভাবে গতি মাপার পাশাপাশি গাড়ি ও বাইকের ছবি আগের তুলনায় আরও স্পষ্টভাবে তুলতে সক্ষম। শুধু তাই নয়, যে সমস্ত বাইক ও গাড়ি নির্ধারিত গতি ভেঙে ছুটবে, ওই অত্যাধুনিক স্পিড লেজার গান মেশিন থেকেই ওই সমস্ত গাড়ির বিরুদ্ধে সরাসরি অনলাইনের মাধ্যমে পরিবহণ দফতরে অভিযোগ জানাতে পারবেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।

সপ্তাহের প্রতি শনি ও রবিবার জেলার দুটি জাতীয় সড়কেই কলকাতা ও শহরতলির বেশ কিছু যুবকের বেপরোয়া ভাবে বাইক চালিয়ে লং ড্রাইভে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ২৮ তারিখের দুর্ঘটনার জেরে রবিবার ভোর থেকেই ৬ ও ৪১ নম্বর জাতীয় সড়কে পুরনো স্পিড লেজার গানের পাশাপাশি কাজ শুরু করেছে অত্যাধুনিক ২টি স্পিড লেজার গান ইউনিট।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারের কাছে রবিবার সকাল থেকেই পুরনো যন্ত্রের পাশাপাশি একটি নতুন স্পিড লেজার গান কাজ করছে। এর জেরে ইতিমধ্যেই ১৯ জন বেপরোয়া বাইক আরোহীর লাইসেন্স সাময়িক বাজেয়াপ্ত করা হয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের কাছে রয়েছে ওই অত্যাধুনিক যন্ত্র। পাঁশকুড়ায় কাজ করে একটি পুরনো স্পিড লেজার গান।

পাঁশকুড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘৬ নম্বর জাতীয় সড়কে এবার থেকে নজরদারির কৌশলে অনেক পরিবর্তন আনা হয়েছে। কড়া নজরদারির কারণে নির্ধারিত গতিসীমা মেনে চলার ক্ষেত্রে আগের চেয়ে গাড়ি ও বাইক এখন অনেক সতর্ক।’’ পাঁশকুড়ার রাতুলিয়ার বাসিন্দা গৌতম সামন্ত বলেন, ‘‘অন্য রবিবারের চেয়ে গত রবিবার জাতীয় সড়ক অনেকটাই নিরাপদ মনে হয়েছে। লাইন দিয়ে বেপরোয়া বাইকের ছুটে যাওয়া চোখে পড়েনি।

পূর্ব মেদিনীপুরের ডিএসপি ট্রাফিক আমিনুল ইসলাম বলেন, ‘‘এ বার থেকে শনি ও রবিবারগুলোতে আমরা আরও গুরুত্ব দিয়ে নজরদারি চালাব। যে সমস্ত বাইক ও গাড়ি নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন