পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে গিয়ে আহত হল চার পরীক্ষার্থী। বুধবার নয়াগ্রামের ঝাড়াগড়িয়ার এই ঘটনায় জখমরা হল ন্যাকড়াশোল হাই স্কুলের পড়ুয়া বিশ্বজিৎ বেরা, ময়না টুডু, গৌরী মুর্মু ও সুকমণি টুডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৩
Share:

হাসপাতালে সুকমণি। নিজস্ব চিত্র।

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে গিয়ে আহত হল চার পরীক্ষার্থী। বুধবার নয়াগ্রামের ঝাড়াগড়িয়ার এই ঘটনায় জখমরা হল ন্যাকড়াশোল হাই স্কুলের পড়ুয়া বিশ্বজিৎ বেরা, ময়না টুডু, গৌরী মুর্মু ও সুকমণি টুডু। গুরুতর জখম সুকমনি টুডুকে নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকেই পরীক্ষা দিতে হয়। তবে বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারা নির্ধারিত কেন্দ্র থেকেই পরীক্ষা দেয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নয়াগ্রমের সাতহতিয়া থেকে ভাড়া গাড়ি করে অভিভাবকদের সঙ্গে ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছিল। তাদের কেন্দ্র খড়িকামাথানি ডিএমএসসি হাই স্কুল। ঝাড়াগেড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সুকমণি মাথার পিছনে ও কোমরে চোট পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। আর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সুকমণির বাবা দুর্গা টুডু বলেন, ‘‘মেয়ে এখন ভালো আছে। পরীক্ষা ভালই হয়েছে। তবে মাথায় চোট থাকার জন্য দু’দিন হাসপাতালে থাকতে হবে।’’ ন্যাকড়াশোল হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যরঞ্জন পাত্র বলেন, ‘‘অন্যান্যবার কেন্দ্র হয় বাণী বিদ্যাপীঠে। আমরা স্কুল থেকেই যাওয়ার ব্যাবস্থা করি। কিন্তু এ বার দূরত্ব কম হওয়ায় অভিভাবকরা ব্যবস্থা করেছেন। এটা নিছক দুর্ঘটনা। তবে আমরা ঠিক করেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আমরাই আবার যাতায়াতের ব্যবস্থা করব।’’

Advertisement

অন্য দিকে, শারীরিক অসুস্থতার কারণে বেলপাহাড়ি এসসি হাইস্কুলের দুই ছাত্র অমৃত মুর্মু ও করণ কিস্কু বেলপাহাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement