‘নিট’-এ সফল তমলুকের ঋত্বিক

মোট ৭২০ নম্বরের পরীক্ষায় ঋত্বিক পেয়েছেন ৬৭৬ নম্বর। ঋত্বিকের বাবা বিদ্যুৎকুমার সাহু তমলুকের বল্লুক হাইস্কুলের প্রধান শিক্ষক। মা শাশ্বতী সাহু গৃহবধূ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০১:০০
Share:

মায়ের সঙ্গে। নিজস্ব চিত্র

অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা— ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে’র (নিট) ফল ঘোষণা হল সোমবার। ওই পরীক্ষায় রাজ্যের অন্যতম কৃতী তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র ঋত্বিককুমার সাহু। গোটা দেশে ওই পরীক্ষার মেধা তালিকায় তাঁর স্থান ১৩।

Advertisement

মোট ৭২০ নম্বরের পরীক্ষায় ঋত্বিক পেয়েছেন ৬৭৬ নম্বর। ঋত্বিকের বাবা বিদ্যুৎকুমার সাহু তমলুকের বল্লুক হাইস্কুলের প্রধান শিক্ষক। মা শাশ্বতী সাহু গৃহবধূ। সোমবার ঋত্বিক বলেন, ‘‘ভবিষ্যতে কার্ডিয়াক সার্জেন হতে চাই। পড়তে চান এইমসে।’’

উল্লেখ্য, ২০১৬ সালে মাধ্যমিকে রাজ্যে ১৩ নম্বর স্থান দখল করেছিলেন ঋত্বিক। বিজ্ঞান বিষয়ে একাদশে শ্রেণিতে ভর্তি হয়েছিলেন হ্যামিল্টন স্কুলেই। ছেলের সাফল্যে খুশি তাঁর বাবা-মা।

Advertisement

পরিবার সূত্রের খবর, বাংলা মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও ইংরেজি ভাষায় ‘নিট’ দিয়েছিলেন ঋত্বিক। এ দিন বিদ্যুৎবাবু বলেন, ‘‘দুই ছেলের মধ্যে ঋত্বিক বড়। ছোটবেলা থেকেই ও বই পাগল। বই খুঁটিয়ে পড়তে ভালোবাসে। সব দিনই ওর স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। লক্ষ্য ছিল প্রথম ১৫ জনের মধ্যে থাকা। ওর ওই স্বপ্ন পূরণ হওয়ায় হওয়ায় আমরা খুশি।’’

খুশি ঋত্বিকের স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। তমলুক হ্যামিলন্টন স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ মিশ্র বলেন, ‘‘স্কুলের ইতিহাসে এত ভাল ফল আগে কেউ করেনি। ঋত্বিকের সাফল্যে আমরা সকলেই খুশি-আনন্দিত। অন্য ছাত্রেরাও ওকে দেখে অনুপ্রাণিত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন