বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর, তৃণমূলের নামে নালিশ

কাঁথিতে মঙ্গলবার অমিত শাহের সভার সমর্থনে বিজেপির প্রচার গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত গাড়ির চালক-সহ দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০৩:৫৪
Share:

ভেঙে দেওয়া হয়েছে প্রচারগাড়ির পিছনের কাচ। সোমূার। নিজস্ব চিত্র

কাঁথিতে মঙ্গলবার অমিত শাহের সভার সমর্থনে বিজেপির প্রচার গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় আহত গাড়ির চালক-সহ দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তবে থানায় অভিযোগ দায়ের হয়নি। বিজেপি নেতা-কর্মীদের দাবি, ভূপতিনগর থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের অনেক রাত পর্যম্ত বসিয়ে রাখা হয়।

Advertisement

বিজেপি সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ হামলার ঘটনাটি ঘটে ভগবানপুর-২ ব্লকের পাঁচহরি বাজারে। কাঁথিতে মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র সভার আয়োজন করা হয়েছে। তারই সমর্থনে এদিন সকাল থেকে এলাকায় জোর প্রচার শুরু করেছিলেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা। ভগবানপুর-১ ব্লকের পক্ষ থেকে একটি পুলকারে সাউন্ড বক্স লাগিয়ে প্রচার করা হচ্ছিল। বিজেপির অভিযোগ, প্রচার গাড়ি ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর পেরিয়ে ভূপতিনগর থানা এলাকার পাঁচহরি বাজারে ঢুকতেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও লোহার রড ছিল বলে অভিযোগ। তারা গাড়ির চালককে টেনে নামানোর চেষ্টা করলে বাধা দেন দুই বিজেপি কর্মী। ভগবানপুর-১ ব্লকের প্রচারগাড়ি কেন ভূপতিনগরে ঢুকে বিজেপির স্লোগান দেবে তা জানতে চায় দুষ্কৃতীরা। বচসার মধ্যেই দুষ্কৃতীদের একজন ইট ছুড়ে গাড়ির পিছনের কাচ ভেঙে দেয়। কয়েক জন দুষ্কৃতী গাড়ি থেকে দুই বিজেপি কর্মী আনন্দ খাটুয়া ও শ্যামল খাটুয়া এবং ড্রাইভার তাপস ভুঁইয়াকে টেনে নামিয়ে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। গাড়িতে থাকা দুটি সাউন্ড বক্স ভাঙচুর করে। দুষ্কৃতীদের হাত থেকে কোনওরকমে পালিয়ে গাড়ি নিয়ে ভগবানপুরের দিকে চলে আসেন তাঁরা। পরে স্থানীয় বিজেপি নেতারা খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে ভগবানপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আনন্দ খাটুয়ার মাথায় এবং নাকের আঘাত গুরুতর বলে চিকিৎসকেরা জানান। বাকি দু’জনের হাতে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে।

গাড়ির চালক তাপস ভুঁইয়ার অভিযোগ, ‘‘পাঁচহরি বাজারে গাড়ি ঢুকতেই দুষ্কৃতীরা গাড়ি ঘিরে হামলা চালায়। আমাকে রাস্তায় ফেলে মারধর করে। হাতজোড় করে অনুরোধ করায় পরে ছেড়ে দেয়। বাকি দু’জনকে প্রচণ্ড মারে।’’ ভগবানপুর-১ বিজেপির মণ্ডল সভাপতি দেবব্রত কর বলেন, ‘‘দলের সর্বভারতীয় নেতা নেতৃত্ব অমিত শাহ-র সভার আগেই জেলার তৃণমূল নেতারা বিজেপির প্রচারকে ভয় পাচ্ছে। তাই দুষ্কৃতীদের মাঠে নামিয়ে মারধর, ভাঙচুর করে আমাদের আটকানোর চেষ্টা করছে। মানুষই এর জবাব দেবে।’’

Advertisement

ভগবানপুর-২ ব্লক তৃণমূল সভাপতি মানব পড়্য়া বলেন, ‘‘বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুর এবং তাদের কর্মীদের মারধরের ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। এটা বিজেপির সাজানো ঘটনা। নিজেদের দোষ ঢাকতে ওরা তৃণমূলের উপর দায় চাপাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement