manas bhunia

তেমাথানিতে পাল্টা তৃণমূলের সভা, নাম না শুভেন্দুকে ‘খোকাবাবু’ তকমা মানসের

সবংয়ে তেমাথানিতে সভা করতে এসে মানস ভুঁইয়ার নাম না করে 'রাবণ'  বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সবং শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২১:৪৩
Share:

সবংয়ের সভায় মানস ভুঁইয়া। নিজস্ব চিত্র

দু’দিন আগে সবংয়ে তেমাথানিতে সভা করতে এসে মানস ভুঁইয়ার নাম না করে 'রাবণ' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার একই স্থানে সভা করে শুভেন্দু, প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ-সহ বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করল তৃণমূল।

Advertisement

শুক্রবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সবংয়ে বিশাল জমায়েত করে তৃণমূল। সভায় রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া শুভেন্দু অধিকারীকে 'গৌর বর্ণের কালো সোনা' বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁকে 'খোকাবাবুটি' সম্বোধন করেন । সেই সঙ্গে আক্রমণ করেন ভারতী ঘোষকেও।

মানস ভুঁইয়া শুভেন্দুকে আক্রমণ করেন ব্যঙ্গের ভাষায়। বলেন, ‘‘মেদিনীপুর, ঝাড়গ্রামের সভাতে মা, মা, মাগো বলে মুখ্যমন্ত্রীর পায়ে কুড়ি বার পড়ে যেতেন।’’ মানস ছাড়াও জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-সহ জেলার নেতারা হাজির ছিলেন সভা মঞ্চে।

Advertisement

সভার বক্তব্যে মানস ভুঁইয়া বলেন, "এখানে কেউ এসে বলে গেল, আমি নাকি রাবণ। আমি নাকি টাকা চুরি করেছি। আমাকে প্যাঁচে ফেলতে, মামলা সাজিয়ে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে।’’ এই দিনে তার বক্তব্যে একবারও তিনি শুভেন্দু অধিকারীর নাম নেননি। বারবার বলেছেন, ‘কাঁথির গৌর বর্ণের কালো সোনা।’

এখন প্রায় প্রতিটি সভাতেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করে থাকেন। শুক্রবার মানসের বক্তব্যে উঠে এসেছে সেই প্রসঙ্গও। তিনি তীব্র কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘‘আপনি অভিষেককে তোলাবাজ বলছেন । বিভিন্ন পদে থেকে আপনি কত দুর্নীতি করেছেন তা বলুন।’’ জেলা পরিষদের সদস্য অমূল্য মাইতিকেও আক্রমণ করেন তিনি। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, ‘‘উনি সব জায়গায় বেইমানি করেন। কোনও জায়গায় তার স্থান হবে না। তাঁর বক্তব্য, ‘‘শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ায় দল শুদ্ধ হয়েছে, মুক্ত হয়েছে। তাঁর সঙ্গে যারা গিয়েছেন, তাঁরা দীর্ঘদিন দলের ভেতরে থেকে অন্য দলের হয়ে কাজ করেছেন।’’

আরও পড়ুন: ৩ বছরের তানিশার ফুসফুসে বিরল অসুখ, দর্জি বাবা অসহায়

আরও পড়ুন: মমতা-বৈঠকের ৭২ ঘন্টার মধ্যে অমিত সকাশে ধনখড়, রাজ্য জুড়ে জল্পনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন