ক্ষমতা দখল করল বিজেপি। —নিজস্ব চিত্র।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভরাডুবি হল শাসকদলের। শনিবার এই সমবায় নির্বাচনে সব ক’টি আসনেই ধুয়ে মুছে সাফ তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সমবায়ের ক্ষমতা দখল করল বিজেপি।
সমবায়ের ন’টি আসনে লড়াই হয় তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীদের। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন হয়। এখানকার প্রায় ৪৫২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৪১ জন। এর মধ্যে চারটি ভোট বাতিল হয়। বাকি ব্যালট গণনার পর দেখা যায়, ন’টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এর আগে সমবায়টি বামেদের দখলে ছিল।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জয়ে উচ্ছ্বসিত পদ্মশিবির। বিজেপি সমর্থিত জয়ী প্রার্থী স্বপন দিন্দা বলেন, ‘‘লকডাউনের পর থেকে এই সমবায়ের নির্বাচন ঘিরে দীর্ঘ টালবাহানা হয়েছে। প্রায় ন’বছর পর এখানে ভোট হল। আর এলাকার মানুষ বিজেপি প্রার্থীদের ঢালাও ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁরা আগামী দিনে কাকে চাইছেন।’’
যদিও এই নির্বাচনে হারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা এগরা ১ ব্লক যুব তৃণমূলের সভাপতি শান্তনু নায়েক বলেন, ‘‘এই নির্বাচনে আমাদের হার হয়েছে। তবে এই নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি যে আত্মতুষ্টিতে ভুগছে, তাতে বিশেষ লাভ হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে এগরা তৃণমূলের দখলেই থাকবে।’’