রদবদলে পদে শিউলি

পঞ্চায়েত ভোটে ফলের জের। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদল হয়েছে একাধিক। তবে তার মধ্যে উল্লেখযোগ্য, কেশপুরের বিধায়ক শিউলি সাহার পদপ্রাপ্তি। তাঁকে তৃণমূলের জেলা এসসি সেলের কার্যকরী সভানেত্রী করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০১:০১
Share:

শিউলি। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটে ফলের জের। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদল হয়েছে একাধিক। তবে তার মধ্যে উল্লেখযোগ্য, কেশপুরের বিধায়ক শিউলি সাহার পদপ্রাপ্তি। তাঁকে তৃণমূলের জেলা এসসি সেলের কার্যকরী সভানেত্রী করা হয়েছে।

Advertisement

বিধায়ক হলেও এতদিন জেলা স্তরে কোনও দলীয় পদে ছিলেন না শিউলি। বরং দলীয় কোন্দলের জেরে একসময় শিউলদেবীকে তাঁর নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে নিষেধ করেছিল দল। পরে অবশ্য সে নিষেধাজ্ঞা উঠে যায়। একসময় তৃণমূলের অন্দরে মুকুল রায় অনুগামী হিসাবে পরিচিত শিউলিদেবীকে যে ভাবে নয়া দায়িত্ব দেওয়া হল তা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন জেলা নেতৃত্বের একাংশ।

এ বার পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তুলনায় ভাল ফল হয়নি শাসক দলের। ঝাড়গ্রামে দলীয় নেতৃত্বে আগেই পরিবর্তন করেছিলেন মমতা। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের শাখা সংগঠনগুলোয় বৃহস্পতিবার রদবল করলেন তিনি। এ দিন ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেই অনুষ্ঠান শেষে বিকেলে জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ছিলেন জেলার সাংসদ, বিধায়কেরা। দলীয় সূত্রে খবর, বৈঠকে রদবদলের কথা জানিয়ে দেন নেত্রী। রদবদল নিয়ে তেমন কিছু বলতে চাননি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তাঁর কথায়, “এটা
সাংগঠনিক ব্যাপার।” গোয়ালতোড়ে তৃণমূলের ফল তুলনায় খারাপ হয়েছে। এই ব্লকের সভাপতি বদলে দিয়েছেন তৃণমূলনেত্রী। ব্লকের সভাপতি ছিলেন রবি রায়। নতুন সভাপতি করা হয়েছে চন্দন সাহাকে। চন্দন এক সময়ে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি ছিলেন। ওই ব্লকের বাসিন্দা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী ছিলেন। কাবেরীকে জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উত্তরা সিংহকে দলের পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে। মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী করা হয়েছে তাঁকে। মহিলা শাখার জেলা কার্যকরী সভাপতি হয়েছেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন। কাবেরীকে কার্যকরী সভাপতির পদ দেওয়া হয়েছে।

Advertisement

তৃণমূলের জেলা এসসি শাখার জেলা সভাপতি হয়েছেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলুই। দলের এসটি শাখার জেলা সভাপতি হয়েছেন ভদ্র হেমব্রম। দলের সংখ্যালঘু শাখার জেলা সভাপতি হয়েছেন কওসর আলি। মেদিনীপুর শহর তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। আগে শহর সভাপতি ছিলেন গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী। শহরের কার্যকরী সভাপতি হয়েছেন
স্নেহাশিস ভৌমিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন