শিক্ষারত্ন পশ্চিমের দুই শিক্ষক

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন ঘাটাল শহরের যোগদা সৎসঙ্ঘ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ। অন্য দিকে দাসপুরের গোমকপোতা গুণধর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুব্রত কুমার বুড়াইও শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:২০
Share:

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন ঘাটাল শহরের যোগদা সৎসঙ্ঘ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সাল থেকে টানা ওই স্কুলে দায়িত্ব সামলাচ্ছেন গৌরীশঙ্করবাবু। এর আগে স্থানীয় বরদা বাণীপীঠ হাইস্কুলের সহকারী শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন। পঠন-পাঠনের পাশাপাশি ওই স্কুলে পড়ুয়াদের স্কুলকে পরিষ্কার রাখার বিষয়েও শেখান এই শিক্ষক। শিক্ষারত্ন পুরস্কারের খবরে খুশি স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মী থেকে পড়ুয়ারাও।

গৌরীশঙ্করবাবু বলেন, ‘‘স্কুলে যতটা পারি সময় দিই। চেষ্টা করি যাতে স্কুলের সুনাম বজায় থাকে। ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে যাতে পড়াশোনার ভাল একটা পরিবেশ পায়।’’

Advertisement

অন্য দিকে দাসপুরের গোমকপোতা গুণধর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুব্রত কুমার বুড়াইও শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন। সুব্রতবাবুকে বিকাশ ভবন থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। স্কুলটিতে সুব্রতবাবু ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। আগে তিনি চন্দ্রকোনার চাঁদুর উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। স্কুলের দায়িত্ব নেওয়ার পর পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি খেলাধূলা, বিজ্ঞান চর্চার বিষয়েও উদ্যোগী হয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement