অনুষ্ঠান মঞ্চে হামলার নালিশ, ধৃত

সন্ধ্যা থেকেই এলাকায় চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু অনুষ্ঠানে গোল বাধাল রাতে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই মঞ্চে অশ্লীল নাচ-গান দেখানোর দাবি জানালেন অনুষ্ঠানে হাজির থাকা কয়েকজন মদ্যপ। উদ্যোক্তরা সাফ জানালেন, এরকম কোনও অনুষ্ঠান তাঁরা করছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:৫৭
Share:

সন্ধ্যা থেকেই এলাকায় চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু অনুষ্ঠানে গোল বাধাল রাতে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই মঞ্চে অশ্লীল নাচ-গান দেখানোর দাবি জানালেন অনুষ্ঠানে হাজির থাকা কয়েকজন মদ্যপ। উদ্যোক্তরা সাফ জানালেন, এরকম কোনও অনুষ্ঠান তাঁরা করছেন না।

Advertisement

আর তারপরই মঞ্চে হামলা করলেন ওই মদ্যপ দর্শকরা। শনিবার রাতে মানিকাবসান গ্রামের এই ঘটনায় ভণ্ডুল হয়ে যায় ওই অনুষ্ঠান। এছাড়াও দর্শকদের হামলায় উদ্যোক্তাদের বেশ কয়েকজন সদস্যও আহত হন। রামনগর থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর থানার মানিকাবসান গ্রামে শনিবার রাতে গ্রামের মনসা পুজো উপলক্ষে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন একদল দর্শক অশ্লীল নাচ-গান দেখানোর দাবি জানায়। উদ্যোক্তারা জানান, তা দেখানো যাবে না। এরপর হামলা চালান দর্শকরা। রামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন