ভিড়ের মাঝে যুবককে গুলি

সন্ধের মুখে কোলাঘাট সেতুর বাসস্টপে তখন ঠাসা ভিড়। কেউ বাসে ওঠার তোড়জোড় করছেন, কেউ বা সবে বাস থেকে নেমেছেন। হঠাৎ দু’টি গুলির শব্দে ছত্রখান হয়ে গেল ভিড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক ও শ্যামপুর শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০১:৩৩
Share:

খুন: রাস্তায় পড়ে রক্তাক্ত দেবব্রত। নিজস্ব চিত্র

সন্ধের মুখে কোলাঘাট সেতুর বাসস্টপে তখন ঠাসা ভিড়। কেউ বাসে ওঠার তোড়জোড় করছেন, কেউ বা সবে বাস থেকে নেমেছেন। হঠাৎ দু’টি গুলির শব্দে ছত্রখান হয়ে গেল ভিড়। ততক্ষণে চারদিকে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। তারই মাঝে দেখা গেল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এক যুবক। মাথায় ও বুকে গুলির ক্ষত।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় কোলাঘাটের কাছে রূপনারায়ণের সেতুর উপর এই ঘটনায় শোরগোল পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লাল গাড়ি থেকে ওই যুবককে নামিয়ে মাথায় ও বুকে পরপর দু’টি গুলি করা হয়। তবে দুষ্কৃতীরা কেউ গাড়ি থেকে নামেনি। জানলা দিয়ে বন্দুক বের করে গুলি করা হয়। তারপর বাসস্টপের কাছে দেহ ফেলে রেখে গাড়িতেই ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, নিহত যুবকের নাম দেবব্রত ভট্টাচার্য ( ২৭ )। সে হাওড়া জেলার শ্যামপুর এলাকায় থাকত। তবে আদতে হুগলির চুঁচুড়ার বাসিন্দা। ওই যুবক দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত ও তার নামে খুনের মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই দুষ্কৃতী দলের সঙ্গে লড়াইয়ের জেরেই ওই যুবককে খুন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে দুষ্কৃতীদলের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই খুন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ও দু’টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

কলকাতা থেকে মুম্বইগামী ৬ নম্বর জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও হাওড়ার নাওপালার মধ্যে রয়েছে রূপনারায়ণের নতুন সেতু। তার উপরেই কোলাঘাট শহরের কাছে আছে সদাব্যস্ত বাসস্টপ। কলকাতা ও মেদিনীপুরগামী বাস ধরতে ওই স্টপে আসেন কোলাঘাট-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ফলে, দিনভরই ভিড় থাকে বাসস্টপে। এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যখন ঘটনাটি ঘটে, তখনও ভাল ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিক থেকে মেদিনীপুরের দিকে যাওয়া লাল গাড়িটি আচমকা বাসস্টপের কাছে দাঁড়িয়ে পড়ে। তারপর ওই যুবককে গাড়ি থেকে গুলি করে মারা হয়। চোখের সামনে এই ঘটনা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার কথা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়েছে গোটা কোলাঘাট শহরেও। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

গত কয়েক মাসে দুই দুষ্কৃতী দলের লড়াইয়ে একের পর এক গুলি চালনার ঘটনা ঘটেছে চুঁচুড়া-সহ হুগলির নানা প্রান্তে। গুলিবিদ্ধ হয়ে প্রাণহানিও হয়েছে। এ দিন কোলাঘাটে নিহত যুবকের সঙ্গেও চুঁচুড়া-যোগ রয়েছে। ফলে, এই খুনের সঙ্গে হুগলির অপরাধ জগতের কী সম্পর্ক রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে গাড়িতে চম্পট দেওয়া দুষ্কৃতীদলকে ধরতে ৬ নম্বর জাতীয় সড়ক ও হলদিয়া–মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন