আইওইসি কর্মীর বাড়িতে চুরি

গয়না চুরি করার পাশাপাশি ফ্রিজ থেকে মিষ্টি, ঠাণ্ডা পানীয় খেয়ে পালাল দুষ্কৃতীরা। হলদিয়ার আজাদহিন্দ নগরে সোমবার রাতের ঘটনা। জানা গিয়েছে, প্রায় ৭লক্ষ টাকার সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা ও কিছু পোষাক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে একটি চুরির অভিযোগ হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।আইওসি কর্মী আশিসকুমার পাণ্ডা জানান, সোমবার আমাদের ২৫তম বিবাহ বার্ষিকী ছিল।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০১:০৭
Share:

গয়না চুরি করার পাশাপাশি ফ্রিজ থেকে মিষ্টি, ঠাণ্ডা পানীয় খেয়ে পালাল দুষ্কৃতীরা। হলদিয়ার আজাদহিন্দ নগরে সোমবার রাতের ঘটনা। জানা গিয়েছে, প্রায় ৭লক্ষ টাকার সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা ও কিছু পোষাক চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে একটি চুরির অভিযোগ হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।আইওসি কর্মী আশিসকুমার পাণ্ডা জানান, সোমবার আমাদের ২৫তম বিবাহ বার্ষিকী ছিল। সেই জন্য সোমবার হলদিয়া ভবনে সপরিবারে কাটানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখা যায় চুরি হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement