কর্মবিরতি প্রত্যাহার, সোমবার শুনানিতে যাবেন আইনজীবীরা

অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন পূর্ব মেদিনীপুরের জেলা আদালতের আইনজীবীরা। জেলা আদালতের খর্ব করার অভিযোগ তুলে প্রায় ৫ মাস ধরে পূর্ব মেদিনীপুরের জেলা বিচারকের এজলাসে মামলার শুনানিতে যোগ দিচ্ছিলেন না আইনজীবীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার এসোসিয়েশন যৌথভাবে বৈঠকে করে সোমবার থেকে জেলা বিচারকের এজলাসে শুনানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫ ০০:১৭
Share:

অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন পূর্ব মেদিনীপুরের জেলা আদালতের আইনজীবীরা। জেলা আদালতের খর্ব করার অভিযোগ তুলে প্রায় ৫ মাস ধরে পূর্ব মেদিনীপুরের জেলা বিচারকের এজলাসে মামলার শুনানিতে যোগ দিচ্ছিলেন না আইনজীবীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার এসোসিয়েশন যৌথভাবে বৈঠকে করে সোমবার থেকে জেলা বিচারকের এজলাসে শুনানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

জেলা আদালত ও বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, জেলা আদালতের ক্ষমতা খর্ব করার অভিযোগ তুলে গত অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে জেলা বিচারকের এজলাসে মামলার শুনানিতে যোগ না দেওয়ার আন্দোলন শুরু করেন জেলা আদালতের আইনজীবীরা। হাইকোর্টের প্রশাসনিক কমিটির নির্দেশিকা অনুযায়ী রাজ্যের যে সব মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রয়েছেন সেইসব মহকুমার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা, গাড়ি দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণের মামলা ও বিভিন্ন আপিল মামলা করা যাবে।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে কয়েকমাস আগেই এই সব মামলা গ্রহণ করা শুরু হয়েছে। এর ফলে জেলা আদালতের ক্ষমতা খর্ব করা হয়েছে অভিযোগ তুলে আন্দোলনে নামেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীরা। জেলা বিচারকের এজলাসে মামলার শুনানিতে যোগ না দিয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন। আন্দোলনের পাশাপাশি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশনের তরফে এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার রায় পূর্ব মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের বিপক্ষে গিয়েছে। ফলে পূর্ব মেদিনীপুর জেলা বিচারকের এজলাসে আইনজীবীদের কর্মবিরতি চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে দুই বার অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে।

Advertisement

কিন্তু জেলা বিচারকের এজলাসে মামলার শুনানিতে যোগ না দেওয়ার ফলে সাধারণ মানুষ যে অসুবিধার মুখে পড়েছেন তাতে আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই শুক্রবার জেলা আদালতের দুই বার এসোসিয়েশনের যৌথ বৈঠকে জেলা বিচারকের এজলাশে শুনানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন