পুজোয় এ বার ভিড় টানছে চৈতন্যপুর

পঞ্চমীতেই উদ্বোধন সম্পূর্ণ অধিকাংশ মণ্ডপের। ষষ্ঠীর বিকেলেই জনজোয়ারে ভাসল হলদিয়া। সোমবার হলদিয়ার হাজরা মোড় ও চৈতন্যপুরে পুজোর উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী নুসরত। হলদিয়ার গেঁয়োডাব বাজার সংলগ্ন এলাকার একটি ক্লাবে ও দুর্গাচকের একটি আবাসনের পুজার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ মুকুল রায় ও বিধায়ক শিউলি সাহা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০০:৪০
Share:

পঞ্চমীতেই উদ্বোধন সম্পূর্ণ অধিকাংশ মণ্ডপের। ষষ্ঠীর বিকেলেই জনজোয়ারে ভাসল হলদিয়া। সোমবার হলদিয়ার হাজরা মোড় ও চৈতন্যপুরে পুজোর উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী নুসরত। হলদিয়ার গেঁয়োডাব বাজার সংলগ্ন এলাকার একটি ক্লাবে ও দুর্গাচকের একটি আবাসনের পুজার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ মুকুল রায় ও বিধায়ক শিউলি সাহা।

Advertisement

হলদিয়ায় বড় বাজেটের পুজোর মধ্যে অন্যতম হাজরামোড়ের পুজো। এ বার থিম মণ্ডপ মোবাইলের ওয়ালপেপারে পশ্চিমবঙ্গের মানচিত্র। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে হলদিয়ার বাসুদেবপুরের একটি মণ্ডপ। দুর্গাচক মিলন সঙ্ঘ ক্লাবের থিম কাশ্মীরের রঘুনাথজিউয়ের আদলে বিরাট শিবলিঙ্গ। কমিটির কর্তা চন্দন দাস জানান, ছোটদের নাটক সকলের মন কেড়েছে।

চৈতন্যপুরের যুগের যাত্রী ক্লাবে এ বার পরিবেশ বান্ধব উপাদান দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। হলদিয়ার হাতিব্যাড়িয়া পুজো কমিটির প্রতিমা তৈরি হয়েছে সুজি দিয়ে। হলদিয়া টাউনশিপের ইন্ডিয়ান ওয়েল পুজো কমিটির পুজোয় রথের মেলায় ফুটিয়ে তোলা হয়েছে নৃত্যরত পুতুলের খেলা। মণ্ডপের পাশে রাখা জিরাফের মডেল দর্শকদের নজর কাড়ছে। হলদিয়ার ল্যান্ডমার্ক, শঙ্খিনী, রিস্তে পুজো কমিটি এ বার ২০ জন দুঃস্থ মানুষের জন্য ১ লক্ষ টাকা করে জীবন বিমা করে দেওয়ার ব্যবস্থা করে। হলদিয়ার ব্রজলালচকের মুক্তপথিকের মণ্ডপ ও প্রতিমা নজর কাড়ছে।

Advertisement

মহিষাদলের মাইকো, বুলেট, অন্বয়, সাথী, বৈশাখী ক্লাবের পুজো দেখতে হলদিয়া শহরের মানুষও ভিড় জমাচ্ছে। বৈশাখী ক্লাবের আফ্রিকার লোক সংস্কৃতি ঘিরে মণ্ডপে অভিনবত্বের ছাপ রয়েছে। পুজো উপলক্ষে মেদিনীপুর জেলা ক্যুইজ কেন্দ্র ক্যুইজ কেন্দ্রিক শারদসংখ্যা ‘কু্যইজ ডট কম’ প্রকাশ করল। ওই কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার জানান, মূলত কুইজকেন্দ্রিক এই সংখ্যায় অনেক অজানা তথ্য রয়েছে, যা উৎসাহী পাঠকের কাজে লাগবে। হলদিয়ার হাতিবেড়িয়ায় রেল কলোনির দত্ত বাড়ির পুজোয় এ বার পথ শিশু-দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়, জানান পরিবারের সদস্য অতীন দত্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন