বিধায়কের গাড়িতে অচেনা লোক, প্রশ্নের মুখে নিরাপত্তা

শনিবার ভরসন্ধ্যায় শহরের জমজমাট এলাকা কেরানিতলায় বিধায়ক মৃগেন মাইতির গাড়িতে অচেনা এক যুবকের উঠে পড়া এবং গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে জল্পনা চলছেই। শহরের বুকে খোদ বিধায়কের সঙ্গে এমন ঘটনার পরে প্রশ্ন উঠে গিয়েছে শহরের নিরাপত্তা নিয়েও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০০:৩৪
Share:

মৃগেন মাইতির গাড়ি।—নিজস্ব চিত্র।

শনিবার ভরসন্ধ্যায় শহরের জমজমাট এলাকা কেরানিতলায় বিধায়ক মৃগেন মাইতির গাড়িতে অচেনা এক যুবকের উঠে পড়া এবং গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে জল্পনা চলছেই। শহরের বুকে খোদ বিধায়কের সঙ্গে এমন ঘটনার পরে প্রশ্ন উঠে গিয়েছে শহরের নিরাপত্তা নিয়েও।

Advertisement

গাড়ি-কাণ্ডে মেদিনীপুর কোতয়ালি থানায় অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিধায়ক তথা মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের (এমকেডিএ) চেয়ারম্যান মৃগেনবাবু। পুলিশ অবশ্য রবিবার পর্যন্ত অভিযুক্ত যুবকের নাম-পরিচয় জানতে পারেনি। বছর তিরিশের ওই যুবক মেদিনীপুর মেডিক্যালে চিকিত্‌সাধীন। পুলিশ জানিয়েছে, সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে শহরের ফেডারেশন হলে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক বৈঠকে হাজির ছিলেন মৃগেনবাবু। বৈঠক শেষে তিনি এমকেডিএ-র গাড়ি চেপে কেরানিতলায় যান। বিধায়কের কথামতো চালক রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে কচুরি কিনতে যান। গাড়ির পিছনের আসনেই ছিলেন মৃগেনবাবু। আচমকাই অপরিচিত ওই যুবক উঠে গাড়ি চালাতে শুরু করে। বিধায়ক বাধা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট গাড়ি ও পরে মোটরবাইককে ধাক্কা মারে। তখন স্থানীয়রা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। পুলিশ এসে ওই যুবককে আটক করে। চোট থাকায় তাকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় যুবকটি এক এক সময় এক এক নাম বলছে। বাড়ি কোথায় তা-ও ঠিক করে বলছে না। মেদিনীপুর বিধানসভা জঙ্গলমহল এলাকার মধ্যেই পড়ে। জঙ্গলমহল এলাকার বিধায়ক হওয়ায় মৃগেনবাবু বাড়তি নিরাপত্তা রক্ষীও পান। শনিবার সন্ধ্যায় রক্ষী ছিল না কেন? পুলিশ সূত্রে খবর, বিধায়কই রক্ষীদের সঙ্গে যেতে নিষেধ করেন।

মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকা কেরানিতলায় এমন ঘটনা শেষ কবে ঘটেছে, তা মনে করতে পারছে না কেউ। সম্প্রতি শহরে পর পর ঘটে গিয়েছে বেশ কয়েকটি খুন, ছিনতাই। অনেক ঘটনারই কিনারা করে উঠতে পারেনি জেলা পুলিশ। তাই শনিবারের গাড়ি-কাণ্ড শহরবাসীর উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই। রাতে নজরদারিও চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন