ভরাডুবির দায় নিয়ে ইস্তফা ফব সভাপতির

লোকসভা নির্বাচনে জেলায় বামফ্রন্টের ভরাডুবির দায় নিয়ে ইস্তফা দিলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুকুমার ভুঁইয়া। সোমবার তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষের কাছে ফ্যাক্স মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত রায়ের বক্তব্য, “সুকুমার ভুঁইয়ার ইস্তফার খবর পেয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কাছে গোটা বিষয়টি জানতে চাওয়া হয়েছে। তার পরে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ মে ২০১৪ ০০:৫৮
Share:

সুকুমার ভুঁইয়া নিজস্ব চিত্র।

লোকসভা নির্বাচনে জেলায় বামফ্রন্টের ভরাডুবির দায় নিয়ে ইস্তফা দিলেন ফরওয়ার্ড ব্লকের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুকুমার ভুঁইয়া। সোমবার তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষের কাছে ফ্যাক্স মারফত ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত রায়ের বক্তব্য, “সুকুমার ভুঁইয়ার ইস্তফার খবর পেয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কাছে গোটা বিষয়টি জানতে চাওয়া হয়েছে। তার পরে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।”

Advertisement

জেলায় ফব-র তেমন সংগঠন নেই। তিনটি লোকসভা আসনের মধ্যে দু’টি আসনে লড়াই করেছে সিপিআই। একটিতে সিপিএম। তা-ও নির্বাচনে বামেদের ভরাডুবির দায় নিয়ে ইস্তফা কেন? দলের এক সূত্রের দাবি, সুকুমারবাবুর সঙ্গে রাজ্য নেতৃত্বের একাংশের আগে থেকেই ‘দূরত্ব’ তৈরি হয়েছে। এক সময় তিনি দলের জেলা সম্পাদক ছিলেন। পরে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে তাঁকে জেলা সভাপতি করা হয়। এই রদবদল মেনে নিতে পারেননি সুকুমারবাবু। ফলে, ক্ষোভ আগে থেকেই ছিল। সুকুমারবাবু অবশ্য এ দিন বলেন, “আমাকে দলের নির্বাচনী কমিটির আহ্বায়ক করা হয়েছিল। লোকসভা ভোটের আগে দলের নেতারাই আমাকে নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেন। ফলে, এই বিপুল পরাজয়ের দায় আমি এড়িয়ে যেতে পারি না। পশ্চিম মেদিনীপুরের তিনটি আসনেই বামফ্রন্টের বিপুল পরাজয় হয়েছে। আমি এই পরাজয়ের দায় স্বীকার করছি।”

দলের রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে তাহলে কোনও ‘দূরত্ব’-ই নেই? সদুত্তর এড়িয়ে ফব-র পদত্যাগী এই নেতা বলেন, “এটা তো ঠিক, আমাকে অন্যায় ভাবে জেলা সম্পাদকের পদ থেকে সরানো হয়েছিল। এই অন্যায়কে আমি কখনও মেনে নিতে পারি না।” এক সূত্রের খবর, শীঘ্রই অন্য কোনও দলে যোগ দিতে পারেন সুকুমারবাবু। তৃণমূল না বিজেপি, কোন দলের যাবেন? কোনও প্রস্তাব এসেছে? সদুত্তর এড়িয়ে পদত্যাগী এই নেতা বলেন, “আমি মানুষের জন্য কাজ করি। যেখানেই থাকি, মানুষের জন্য কাজ করব। অন্য কোনও দলের যোগদান নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিইনি। ভেবে দেখছি। আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন