Bengal Migrant Workers Detained

ওড়িশা, দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মামলা একসঙ্গে বুধবার শুনবে হাই কোর্ট

আদালতে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন। নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ শ্রমিকই রাজ্যে ফেরত এসেছেন। বাকিদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৩:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগে যে মামলা হয়েছে, কলকাতা হাই কোর্টে তার শুনানি হবে আগামী বুধবার। ওই দিন দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটক করার অভিযোগের মামলার শুনানিও রয়েছে। কলকাতা হাই কোর্টে এক সঙ্গে দু’টি মামলার শুনানি হবে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন।

Advertisement

ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে, অভিযোগ তুলে হাই কোর্টে হিবিয়াস কর্পাস মামলা দায়ের হয়। পরিযায়ীদের আটকে থাকা নিয়ে গত বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্ন তোলে। আদালতের প্রশ্ন, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? আদালত জানায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে এই প্রশ্নগুলির উত্তর ওড়িশার মুখ্যসচিবের কাছ থেকে আনার জন্য সমন্বয় রক্ষা করতে হবে। এই সব প্রশ্নের উত্তর জানতে চায় আদালত। সেই জবাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরেই নবান্নের তরফে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি লেখা হয়।

ওড়িশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল বলে অভিযোগ। তাঁদের মধ্যে বেশির ভাগ মালদহ, মুর্শিদাবাদ এবং বীরভূমের বাসিন্দা। বেশ কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে পরিবারের লোকেরা যোগাযোগ করতে না পারার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যেরা আদালতে মামলা দায়ের করেন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ওড়িশার মুখ্যসচিবকে চিঠিও লিখেছিলেন। তা নিয়ে টানাপড়েনের আবহে ওড়িশা থেকে বেশ কয়েক জন শ্রমিকের রাজ্যে ফিরে আসার খবর প্রকাশ্যে এসেছিল। সোমবার আদালতে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের পরিবারের সদস্যেরা ওড়িশা থেকে এ রাজ্যে ফিরে এসেছেন। নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ শ্রমিকই রাজ্যে ফেরত এসেছেন। বাকিদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। দ্রুত সেগুলিও মিটে যাবে।

Advertisement

তার পরে দিল্লিতে বীরভূমের পাইকরের ছ’জন শ্রমিককে আটক করা হয় বলে অভিযোগ। বীরভূমের দুই পরিবারের আইনজীবীর বক্তব্য, কাজের জন্যই দিল্লিতে গিয়েছিলেন ওই শ্রমিকেরা। কিন্তু এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁরা এখন কোথায়, তা-ও জানেন না পরিবারের লোকেরা। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিও হবে বুধবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement