Oath ceremony

বাংলায় শপথ পড়ুন, পোশাকেও থাক বাঙালিয়ানা, বাংলার ভাবী মন্ত্রীদের ফোনে বললেন অমিত শাহ

সদ্য নির্বাচিত সাংসদদের মধ্যে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে, তা নিয়ে জল্পনা চলছেই। শপথগ্রহণ অনুষ্ঠানে কারা ডাক পাবেন তা নিয়েও চলছিল জল্পনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৬:১৯
Share:

বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। —ফাইল চিত্র।

এ বার বাংলাতেই শপথবাক্য পাঠ করবেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ভাবী মন্ত্রীরা। পরনে থাকবে পুরোদস্তুর বাঙালিয়ানার ছাপ। বৃহস্পতিবার মোদীর শপথ গ্রহণের সকালে বাংলার কয়েক জন নির্বাচিত সাংসদকে ফোন করে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

Advertisement

সদ্য নির্বাচিত সাংসদদের মধ্যে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে, তা নিয়ে জল্পনা চলছেই। শপথগ্রহণ অনুষ্ঠানে কারা ডাক পাবেন তা নিয়েও চলছিল জল্পনা। বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, রাজু বিস্তা, এস এস অহলুওয়ালিয়ার মতো একাধিক নাম উঠে আসছিল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কয়েক জন সাংসদকে ফোন করে সে জল্পনা অনেকটাই প্রশমিত করলেন অমিত শাহ।

সূত্রের খবর, এ দিন আসানসোল থেকে নির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জ থেকে নির্বাচিত সাংসদ দেবশ্রী চৌধুরীকে ফোন করেন অমিত। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিকেল সাড়ে ৪টায় ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা তাঁদের। বাংলার আর কোন কোন সাংসদ অমিত শাহের ফোন পেয়েছেন তা এখনও যদিও জানা যায়নি। তবে যাঁরা ফোন পেয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁদের মন্ত্রী হওয়া নিশ্চিত। কারণ, শপথের আগে তাঁদের সঙ্গে দেখা করে এই নিয়েই আলোচনা করতে চান মোদী।

Advertisement

আরও পড়ুন: মোদীর সঙ্গে শপথ নিচ্ছেন কারা? নিশ্চিত বাবুল, সুরেন্দ্র, দেবশ্রী, দৌড়ে আর কে কে

সূত্রের খবর, সাংসদদের ফোন করে অমিত বাংলা সংস্কৃতি পুরোদস্তুর বজায় রাখার কথা বলেছেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের প্রতিটি রাজ্যের সংস্কৃতির প্রতিফলনই এ বার দেখা যাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ জগনমোহনের, গেলেন না চন্দ্রবাবু

নব নির্বাচিত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, অমিত শাহ তাঁকে ফোন করে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন। ভারতের প্রতিটি রাজ্যের সংস্কৃতিতে এ বারে জোর দিয়েছেন তিনি। তাই তিনি চান বাংলার সংস্কৃতি বজায় থাকুক শপথ গ্রহণ অনুষ্ঠানে। বাংলাতেই শপথবাক্য পাঠ করেতে বলেছেন অমিত শাহ। বাংলার সংস্কৃতির পরিচয় পাওয়া যাবে, এমন পোশাক পরতে বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement