দমকলমন্ত্রী সুজিত বসু। — ফাইল চিত্র।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দফতরে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর কন্যা মোহিনী বসু। ঘটনাচক্রে, সোমবার তাঁর প্রাক্তন স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তার পর দিনই নথিপত্র নিয়ে ইডি দফতরে গেলেন মোহিনী। রাতে তিনি সিজিও দফতর থেকে বেরিয়েও এসেছেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মোহিনীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। সেই মতো সকালেই নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুধু সুজিতের মেয়ে-জামাই নন, তাঁর স্ত্রী ও পুত্রকেও তলব করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে তাঁদের। সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাঙ্কের নথি।
সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সুজিতের জামাই। ইডি-র এক সূত্রের দাবি, মাস কয়েক আগে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে মোহিনীর। সুজিতের জামাইয়ের পরিবারও ব্যবসার সঙ্গে যুক্ত। সে সব ব্যবসায় দুর্নীতির টাকা ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে ডেকে পাঠায় ইডি।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২৪ সালের জানুয়ারি মাসে লেকটাউনে সুজিতের দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি। সঙ্গে দমকলমন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। সম্প্রতি ওই মামলার তদন্তে কলকাতার বেশ কিছু জায়গায় ফের হানা দেয় ইডি। সল্টলেকের সেক্টর ওয়ানে সুজিতের দফতরে তল্লাশি চলে। গোলাহাটায় সুজিতের পুত্রের ধাবাতেও তল্লাশি চালানো হয়।