State News

আরও গুরুত্ব কমলো মুকুলের, গেল সহ-সভাপতি পদও

শুক্রবার রাতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘চেয়ারপার্সন (মমতা বন্দ্যোপাধ্যায়) নতুন যে কমিটি তৈরি করেছেন, তাতে সহ-সভাপতি পদটিই নেই। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫০
Share:

মুকুল রায়।

তৃণমূলে আরও গুরুত্বহীন হয়ে পড়লেন মুকুল রায়। রাজ্যসভার নেতা, বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে আগেই সরানো হয়েছিল। এ বার সর্বভারতীয় সহ-সভাপতি পদও গেল মুকুল রায়ের।

Advertisement

শুক্রবার রাতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘চেয়ারপার্সন (মমতা বন্দ্যোপাধ্যায়) নতুন যে কমিটি তৈরি করেছেন, তাতে সহ-সভাপতি পদটিই নেই। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।’’

আরও পড়ুন: ৩ বছরের শিশু, ১০০ কোটির সম্পত্তি ছেড়ে সন্ন্যাসী হচ্ছেন এঁরা!

Advertisement

এর আগে গত মাসের শেষের দিকে সংসদের পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়কে সরিয়ে দেয় তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে বছরখানেক আগে মুকুল রায়কে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। রাজ্যসভার চেয়ারম্যানকে একটি চিঠি লিখে দলের পক্ষ থেকে জানানো হয়, ওই পদে মুকুল রায়ের পরিবর্তে ডেরেক ও’ব্রায়েনকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: অপহরণের ‘নাটক’, বাবার কাছে মুক্তিপণ চাইল ছেলে!

তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবাহী। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছেন মুকুল।

মনে করা হচ্ছে, এই মুহূর্তে মুকুল উভয়সঙ্কটে। তৃণমূল শিবিরের মতে, বিজেপি নেতৃত্বকে মুকুল কথা দেন যে দলের একটি বড় অংশকে তিনি ভাঙিয়ে নিয়ে যাবেন। সেটা হয়নি। এই মুহূর্তে একলা মুকুলকে বিজেপি নিতে চাইছে না অথবা বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। অন্য দিকে, তৃণমূল তাঁকে দলের ভিতরেই ধীরে ধীরে শক্তিহীন করে দিতে চাইছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন