Arrest in Bankura

‘ভারতবিরোধী পোস্ট’ করায় কান ধরিয়ে ওঠবোস বাঁকুড়ায়, আবার মুর্শিদাবাদের বাসিন্দা গ্রেফতার!

সমাজমাধ্যমে ভারতীয় সেনার প্রতি অসম্মানজনক পোস্ট করায় শনিবার রাতে রাইপুর ব্লকের উপরবাঁধা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল এক যুবককে। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতেও একই অভিযোগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৩:৩৮
Share:

কান ধরিয়ে ওঠবোস করানো হয় মুর্শিদাবাদের যুবককে। দিতে বলা হয়, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান। —নিজস্ব চিত্র।

রাইপুরের পর এ বার বড়জোড়া। সমাজমাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানানো এবং ‘ভারতবিরোধী পোস্ট’ করার অভিযোগে বাঁকুড়া পুলিশের হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের এক যুবক। সোমবার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইমরান শেখ ওরফে সম্রাট। রবিবার রাতে ওই যুবককে স্থানীয় বিজেপি কর্মীরা কান ধরে ওঠবোস করান। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

সমাজমাধ্যমে ভারতীয় সেনার প্রতি অসম্মানজনক পোস্ট করায় শনিবার রাতে রাইপুর ব্লকের উপরবাঁধা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল এক যুবককে। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতেও একই অভিযোগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের সহকর্মীরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। রবিবার রাতে আবার একই ধরনের ঘটনা নজরে আসে বড়জোড়ার বিজেপি কর্মীদের। সমাজমাধ্যম দেখে পোস্টদাতাকে চিহ্নিত করে তাঁকে ধরেছিলেন বিজেপি কর্মীরা। কেন এমন কাজ করলেন, প্রশ্ন করার পরে যুবককে কান ধরে ওঠবোস করতে বলা হয়। স্থানীয় সূত্রে খবর, ফেসবুক পোস্টের প্রেক্ষিতে মুর্শিদাবাদের ওই যুবককে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে বলা হয়। তিনি তা-ই করেন। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ইমরানকে গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৯৬, ১৯৭(১)(সি), ১৫২, ৩৫২ ও ৩৫৩ (১) নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরিওয়ালার কাজ করতে বাঁকুড়ার বড়জোড়ায় আসেন। কয়েক জন সঙ্গীর সঙ্গে তিনি বড়জোড়াতেই একটি ভাড়াবাড়িতে থাকতেন। বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন, ‘‘মুর্শিদাবাদ থেকে আসা ওই ফেরিওয়ালা নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভারতবিরোধী বিভিন্ন ছবি এবং লেখা পোস্ট করেছিলেন। পাকিস্তানকে সমর্থন জানিয়েও সে পোস্ট করেছিলেন। বিষয়টি নজরে আসতেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।’’ তাঁর সংযোজন, ‘‘আগামিদিনে এলাকায় থাকা এমন দেশবিরোধীদের চিহ্নিত করে অবিলম্বে তাঁদের গ্রেফতারের দাবি জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন করব।’’ অন্য দিকে, বাঁকুড়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সমাজমাধ্যমে লাগাতার নজরদারি চলছে। দেশবিরোধী এবং বিদ্বেষমূলক কোনও পোস্ট নজরে এলেই পোস্টদাতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement