—প্রতিনিধিত্বমূলক ছবি।
অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে চেকপোস্টে ‘ফ্ল্যাগ মিটিং’-এর মাধ্যমে ওই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছিল। চুয়াডাঙা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দর্শনা বন্দর চেকপোস্টে বিএসএফ এবং বিজিবি-র যৌথ বৈঠকে শেষমেশ হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়। নেতৃত্ব দেনম দুই বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ৩২/বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডারের তরফে চুয়াডাঙা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দর্শনা আইসিপি কমান্ডারকে প্রথমে বিষয়টি জানানো হয়েছিল। এর পর বিএসএফের পক্ষে হস্তান্তর বৈঠকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিংহ। বিজিবি-র পক্ষে ছিলেন সুবেদার মোহাম্মদ আবুল হাসান।
হস্তান্তর প্রক্রিয়ার সময় বিএসএফ কর্তৃপক্ষ ওই বাংলাদেশি পুরুষ, মহিলা এবং শিশুদের নাম, ঠিকানা ইত্যাদি বিজিবি-কে দেয়। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মোট ৩১ জনকে। তাঁদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা এবং পাঁচটি শিশু ছিলেন।
জানা গিয়েছে, ওই বাংলাদেশিদের মধ্যে ছিলেন ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনি, নোয়াখালি, শেরপুর, মৌলভিবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এবং চুয়াডাঙার বাসিন্দারা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির ফলে নিয়মিত হস্তান্তর প্রক্রিয়া চালানো হয়। তার ফলে নিজেদের দেশে যেতে পেরেছেন ৩১ জন।