Nadia

চিকিৎসা গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যু! কৃষ্ণনগরে প্রশ্নের মুখে হাসপাতাল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২৩:৫১
Share:

প্রতীকী ছবি।

ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। বাড়ি পৌঁছানোর সময় টোটোতেই সন্তান প্রসব করেন প্রসূতি। পরিবারের লোকেরা এর পর সদ্যোজাতকে ফের হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে! নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা। পরিবারের অভিযোগ, প্রসবের চার ঘণ্টা আগে সময় মতো হাসপাতলে এলেও চিকিৎসকদের গাফিলতিতেই সদ্যোজাতের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ দাস বলেন, ‘‘অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।’’

Advertisement

পরিবারের অভিযোগ, কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার সুভাষনগরের বাসিন্দা পায়েল বিশ্বাসকে নিয়ে বুধবার বেলা ১টা নাগাদ কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, সন্তান প্রসবে এখনও একমাস বাকি রয়েছে। এর পর পায়েলকে হাসপাতাল থেকে টোটো করে নিয়ে পথেই তিনি সন্তান প্রসব করে জানিয়েছে পরিবার। তৎক্ষণাৎ মা এবং সদ্যোজাতকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয় প্রসূতি মায়ের। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে পরিবার।

পরিবারের সদস্য কাকলি বিশ্বাস বলেন, ‘‘চিকিৎসক ভাল ভাবে না দেখেই একমাস পরে আসতে বলেন। অথচ এক ঘণ্টার মধ্যেই রাস্তায় সন্তান হয়। এর থেকে বড় গাফিলতি আর কী হতে পারে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন