মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি কংগ্রেসের

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অনুমোদিত ৬০টি সড়কপথ চুঁয়াপুর ও পঞ্চাননতলায় রেলের অনুমোদন করা দু’টি উড়ালপুল, খাগড়াঘাট ও বেলডাঙায় রেলের অনুমোদন করা দুটি ‘আন্ডার পাস’ দ্রুত নির্মাণ করা, ভাণ্ডারদহ বিলে জলপথ পরিবহণ গড়ে তোলা, বহরমপুরকে কর্পোরেশনে উন্নীত করা-সহ মোট ১২ দফা দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিলেন মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের ৯ জন বিধায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৮
Share:

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অনুমোদিত ৬০টি সড়কপথ চুঁয়াপুর ও পঞ্চাননতলায় রেলের অনুমোদন করা দু’টি উড়ালপুল, খাগড়াঘাট ও বেলডাঙায় রেলের অনুমোদন করা দুটি ‘আন্ডার পাস’ দ্রুত নির্মাণ করা, ভাণ্ডারদহ বিলে জলপথ পরিবহণ গড়ে তোলা, বহরমপুরকে কর্পোরেশনে উন্নীত করা-সহ মোট ১২ দফা দাবিতে শনিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিলেন মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের ৯ জন বিধায়ক। অবশিষ্ট চার জন সই করেননি কেন? জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান বলেন, ‘‘ওই চার জন জেলার বাইরে, তাঁদের পক্ষে সই করা সম্ভব হয়নি।’’

Advertisement

জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেন অবশ্য বলেন, ‘‘ওই নয় জন বিধায়কের মধ্যে চার জন তৃণমূলে যাওয়ার জন্য ইতিমধ্যে নাম লিখিয়েছেন। কলকাতায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগও রেখে চলছেন।’’

কলেজে ভাঙচুর। পরীক্ষার হলে কড়া নজরদারি চালাচ্ছিলেন অধ্যাপকরা। আর তাতেই রেগে গিয়ে কলেজে ভাঙচুর চালাল পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, পরীক্ষার উত্তরপত্র কলেজে জমা না দিয়েই চলে গেল ১৪ জন পরীক্ষার্থী। শনিবার নাকাশিপাড়ার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজের ঘটনা। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ পার্থ কর্মকার নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পরীক্ষার্থীরা পুলিশের কাছে মৌখিক ভাবে জানিয়েছে, নজরদারির নামে অধ্যাপকেরা তাদের হেনস্থা করছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement