মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে

পর্যবেক্ষক বদলের ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের আরও এক বিধায়ক! বিধানসভার খাতায় কংগ্রেসের ঘরে নাম থাকলেও বাইরে এই নিয়ে ১৩ জন বিধায়ক দল ছেড়ে তৃণমূলে নাম লেখালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০২:৪৪
Share:

পর্যবেক্ষক বদলের ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের আরও এক বিধায়ক!

বাংলায় দলের রাশ আরও শক্ত করে ধরার লক্ষ্যে কংগ্রেসের নতুন পর্যবেক্ষক নিয়োগ করেছেন রাহুল গাঁধী। পর্যবেক্ষক বদলের ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের আরও এক বিধায়ক! বিধানসভার খাতায় কংগ্রেসের ঘরে নাম থাকলেও বাইরে এই নিয়ে ১৩ জন বিধায়ক দল ছেড়ে তৃণমূলে নাম লেখালেন।

Advertisement

মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস বিধায়ক আশিস মারজিৎ সোমবার মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসক দলে যোগ দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায় এর আগে রবিউল আলম চৌধুরী, অপূর্ব সরকার ও শাঁওনি সিংহ রায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছেন। আশিসবাবুকে নিয়ে ওই জেলায় শাসক দলের বিধায়ক-সংখ্যা হল আট। তৃণমূলের এক প্রথম সারির নেতার ইঙ্গিত, ‘‘অচিরেই মুর্শিদাবাদে আমাদের ওই সংখ্যাটা ১২ হবে!’’

এক কালের কংগ্রেস গড় মুর্শিদাবাদে এখন ঘাসফুলেরই দাপট। এ বার মুর্শিদাবাদের জেলা পরিষদ ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা চলায় বিনা প্রতিদ্বন্দ্বিতার আসনের ফল ঘোষণায় অবশ্য স্থগিতাদেশ আছে। এক দিকে পুরসভা-পঞ্চায়েত হাতছাড়া এবং তার পাশাপাশি একের পর এক বিধায়ক খুইয়ে লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে এখন অস্তিত্বের সঙ্কটে পড়ল কংগ্রেস। রাজনৈতিক শিবিরের একাংশ অবশ্য মনে করছে, রাজনীতিতে শূন্যস্থান বেশি দিন থাকে না। তৃণমূল ওখানে বিরোধী পরিসরে থাবা বসানোয় তার ফায়দা আখেরে পেয়ে যেতে পারে বিজেপি। পঞ্চায়েত ভোটেই রাজ্যের নানা জায়গায় যার ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

Advertisement

আশিসবাবুর যুক্তি, এলাকার উন্নয়ন আরও ভাল ভাবে করার লক্ষ্যেই শাসক দলে যোগ। তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দুবাবুরও মন্তব্য, ‘‘কংগ্রেসে কেউ থাকতে চাইছেন না।’’ আর প্রদেশ সভাপতি অধীরবাবুর বক্তব্য, ‘‘উন্নয়ন দেখিয়ে পলায়ন হচ্ছে! মানুষের কাছে এক প্রতীকে জেতা জনপ্রতিনিধিদের দলে টেনে নেওয়ার যে সংস্কৃতি তৃণমূল চালু করেছে, এই উপসর্গ এক দিন তাদেরও ছাড়়বে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন