বোমা নেতার বাড়ির সামনে

বোমা পড়ার ঘটনা ঘটে মঙ্গলবার রাতে চাকদহ শহরের ২ নম্বর রাধাকৃষ্ণ কলোনিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

চাকদহ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০১:০৭
Share:

—প্রতীকী চিত্র।

স্থানীয় এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমা পড়েছে, আর তাতে বিজেপির তরফ থেকে দায়ী করা হয়েছে তৃণমূলকে। তৃণমূলও প্রত্যাশিত ভাবে অভিযোগ অগ্রাহ্য করেছে।

Advertisement

বোমা পড়ার ঘটনা ঘটে মঙ্গলবার রাতে চাকদহ শহরের ২ নম্বর রাধাকৃষ্ণ কলোনিতে। সেই বাড়িতেই রয়েছে বিজেপি-র ১৯ নম্বর ওয়ার্ডের শাখা অফিস। বৃহস্পতিবার বিকালে ওই ঘটনার প্রতিবাদে এলাকায় ধিক্কার মিছিল বের করে বিজেপি। দলের চাকদহ শহর মণ্ডলের সভাপতি প্রবীর হালদার-সহ অনেকে তাতে অংশ নিয়েছিলেন। মিছিল চলাকালীন জায়গায় জায়গায় থেমে সভাও করেছে বিজেপি। দলীয় যে নেতার বাড়ির সামনে বোমা পড়েছে সেই লক্ষ্মীকান্ত সাহা দাবি করেন, “তৃণমূল ছাড়া আর কেউ ওই কাজ করতে পারে না। বিভিন্ন সভায় ওদের নেতারা উত্তেজনামূলক বক্তব্য রাখছেন। এলাকা সন্ত্রাস সৃষ্টি করতেই ওরা এই কাজ করেছে।” তবে এখনও এ ব্যাপারে পুলিশে কোনও অভিযোগ হয়নি।

রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক রত্না ঘোষের বক্তব্য, “আমাদের কেউ ওই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমাদের কর্মীদের এমন কাজ করার মতো নিম্ন মানসিকতা নেই। তাঁরা দলের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ওরা নিজেরাই বোমা ফাটিয়ে নাটক করছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত সাড়ে দশটা নাগাদ খাওয়া-দাওয়া সেরে বাড়িতে বসেছিলেন লক্ষ্মীকান্ত সাহা। সেই সময় তাঁর বাড়ির সামনে বোমা পড়ে। তিনি জানান, দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখেন, এলাকায় ধোঁয়া হয়ে গিয়েছে। কিছু দেখা যাচ্ছিল না। যারা বোমা ফাটিয়েছে তারা তত ক্ষণে চম্পট দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন