প্রার্থী অজানা, বড়মাকে স্মরণই বিজেপির সম্বল

রমা বিশ্বাসের নাম ঘোষণার পরেই শুক্রবারই সেই শূন্যস্থান পূরণ হওয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির এমন সক্রিয়তার মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি। এখনও রানাঘাট কেন্দ্রে প্রচার দূরে থাক, তারা প্রার্থীই ঘোষণা করতে পারেনি। অগত্যা রানাঘাটের মতুয়া ভোট ধরে রাখতে আপাতত বড়মার স্মরণসভাতেই আস্থা রাখছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৫:৩০
Share:

তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থী রূপালী বিশ্বাস প্রচারও শুরু করে দিয়েছেন। শুক্রবার রানাঘাটের প্রার্থী হিসাবে রমা বিশ্বাসের নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম। অনেক আগে থেকে সিপিএম রাস্তার ধারে দেওয়াল দখল করে লিখনের কাজও অনেকটা এগিয়ে রেখেছিল। ফাঁকা ছিল শুধু প্রার্থীর নামের জায়গাটা।

Advertisement

রমা বিশ্বাসের নাম ঘোষণার পরেই শুক্রবারই সেই শূন্যস্থান পূরণ হওয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির এমন সক্রিয়তার মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি। এখনও রানাঘাট কেন্দ্রে প্রচার দূরে থাক, তারা প্রার্থীই ঘোষণা করতে পারেনি। অগত্যা রানাঘাটের মতুয়া ভোট ধরে রাখতে আপাতত বড়মার স্মরণসভাতেই আস্থা রাখছে তারা।

রাজনৈতিক সূত্রের খবর, ইতিমধ্যে ধানতলা থানার কামালপুর, বহিরগাছি এবং কৃষ্ণগঞ্জে বড়মার স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে মতুয়া সংগঠনের লোকেরা থাকলেও বকলমে উদ্যোক্তা ছিলেন বিজেপি নেতারাই। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিব্যেন্দু ভৌমিক-সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বড়মার ছবিতে মাল্যদান থেকে স্মৃতিচারণ— সবই হয়েছে। মার্চেই বাদকুল্লা, দত্তপুলিয়া, আনুলিয়ার মত জায়গায় এবং তাঁর পরে বগুলা, শান্তিপুর, হিজুলি, স্বর্নখালি, গাংনাপুরের একই কর্মসূচী নেওয়া হয়েছে বলে বিজেপি নেতাদের সূত্রে জানা গিয়েছে। এ ছাড়া সন্ধ্যায় বিভিন্ন জায়গায় মতুয়া দলপতিদের সঙ্গে বৈঠকও করছেন গেরুয়া শিবিরের নেতারা।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু ভৌমিক বলেন, “মতুয়া ভোট আমাদের দিকেই থাকবে। রানাঘাট লোকসভা আমরাই জিতব।”

মতুয়া ভোটের দখল থাকবে কোন দলের তার উপরেই রানাঘাটের ভোটের ফল মূলত নির্ভরশীল। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস ছিলেন জেলায় তৃণমূলের মতুয়া মুখ। তিনি খুন হওয়ার পর জেলায় বিজেপির সুবিধা হবে বলে মনে করা হয়েছিল। তার পরেই তাঁর স্ত্রী রূপালীকে রানাঘাটের প্রার্থী ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে অনেকেই রানাঘাটে মতুয়া ভোট টানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টার স্ট্রোক’ বলে মনে করছেন। বিজেপিও সেটা টের পাচ্ছে বলেই মতুয়াদের টানতে নতুন পন্থা ঠিক করছে বলে রাজনৈতিক মহলের খবর।

তৃণমূলও একচুল জমি ছাড়ছে না। গত সোমবার রানাঘাট শহর তৃনমূলের পক্ষ থেকে বিনয় ভবনে সভা করা হয়েছিল।

১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের দিন সন্ধ্যায় একই ভবনে রানাঘাট শহর যুব তৃণমূলের পক্ষ থেকে সভা করা হয়েছে। বৃহস্পতিবার রানাঘাটের মাঠকুমড়োয় মতুয়া সম্মেলনে হাজির ছিলেন তৃণমূলের দুই প্রার্থীই।

যা শুনে নদিয়া দক্ষিণ জেলার সভাপতি জগন্নাথ সরকার বলেন, “দু-এক দিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দেশের কোথাও আমাদের দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। সত্যজিতের স্ত্রীকে প্রার্থী করে আমাদের দলের জেতার পথ আরও সহজ করে দিয়েছে তৃণমুল। মানুষ আমাদেরই নির্বাচিত করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন