Jagaddhatri

‘থিম’ই বুড়িমা! ২৫৩তম বর্ষে ১২ কেজি সোনার গয়নায় সেজে উঠলেন কৃষ্ণনগরের দেবী হৈমন্তিকা

দেবীর কপালে রয়েছে বিভিন্ন আকারের সোনার টিপ, মাথায় সোনার মুকুট। গলায় সোনার চিক, চেন, মালা, নেকলেস এবং সীতাহার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৭
Share:

১২ কেজি সোনার গয়নায় সেজে উঠেছেন কৃষ্ণনগরের বুড়িমা। — নিজস্ব চিত্র।

কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী আরাধনায় মেতেছে কৃষ্ণনগর। জাঁকজমক চন্দননগরের তুলনায় কম হলেও কৃষ্ণনগর তার ঐতিহ্য ধরে রেখেছে।। কৃষ্ণনগরের সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী, ভক্তদের ‘বুড়িমা’।

Advertisement

চলতি বছর এই পুজো ২৫৩তম বর্ষে পা রেখেছে। এখানে মণ্ডপসজ্জা বা থিমের বাড়াবাড়ি নেই। পুজো উদ্যোক্তাদের ঘোষণা— এখানে ‘থিম’ই বুড়িমা। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে বুড়িমার কাছে কিছু চাইলে তিনি কাউকে ফেরান না।

পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন, ১০ থেকে ১২ কেজি সোনার গয়নায় সেজেছে প্রতিমা। এই গয়না বছরের পর বছর ধরে দিয়ে ভক্তেরা। দেবীর কপালে রয়েছে বিভিন্ন আকারের সোনার টিপ, মাথায় সোনার মুকুট। গলায় সোনার চিক, চেন, মালা, নেকলেস এবং সীতাহার। দেবীর হাতে রয়েছে সোনার বালা, মানতাশা এবং জড়োয়ার গয়না। বুড়িমার পায়ের নূপুরও সোনা দিয়ে তৈরি। দেবীর বাহন সিংহকেও পরানো হয় সোনার মুকুট, গয়না। নবমীর সকাল থেকে বুড়িমার কাছে মনের ইচ্ছা জানিয়ে মানত করে যান হাজার হাজার ভক্ত। ইচ্ছাপূরণ হলে দেন সোনার গয়না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement