Bus Accident in Nadia

নদিয়ার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাস! দুর্ঘটনায় আহত অন্তত ৩০

বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়েই নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১২:৩৪
Share:

সোমবার সকালে নদিয়ার কৃষ্ণনগরে উল্টে পড়ে বাস। —নিজস্ব চিত্র।

নদিয়ার কৃষ্ণনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর হেলিপ্যাড মোড়ের কাছে। বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়েই নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

Advertisement

সাধারণত দিনের এই সময়ে বাসে যাত্রীসংখ্যা কিছুটা বেশি থাকে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার উপর গতি নিয়ন্ত্রণের একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায়। সামনের চাকাটি বাম্পারের উপর ওঠার পরে বাসটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। কিছু দূর এগিয়ে রাস্তার উপরেই উল্টে যায় বাসটি। যাত্রীরা সকলে বাসের মধ্যেই আটকে পড়েন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের পথচারী এবং স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। প্রাথমিক ভাবে এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানাতেও। দুর্ঘটনাগ্রস্ত বাসের জানলা দিয়ে একে একে বার করে আনা হয় যাত্রীদের। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তার উপরেই বাসটি উল্টে পড়ার কারণে যানজট তৈরি হয়েছে। একটি ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার উপর থেকে সরানো হচ্ছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement