Bengaluru Fire Accident

বেঙ্গালুরুর অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে পাঁচ

মুর্শিদাবাদের যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁরা হলেন— বহরমপুর থানা এলাকার পাঁচপীরতলার হাসান মল্লিক এবং নগড়াজল টিকটিকিপাড়ার নুর জামাল শেখ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০০:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেঙ্গালুরুর অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুর্শিদাবাদের মৃত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে হল পাঁচ। শনিবার গভীর রাতে তাজিবুর শেখ (৩০) নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল পর্যন্ত তিন জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। ওই দিন সন্ধ্যায় মৃত্যু হয় জিয়াবুর শেখের (৩৫)। অন্য দিকে, শুক্রবার সকালে মৃত্যু হয়েছিল হরিহরপাড়া থানা এলাকার জাহিদ আলি (৩৫), বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ (৩৫) ও মিনারুল শেখের (৩৬)।

Advertisement

মুর্শিদাবাদের যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁরা হলেন— বহরমপুর থানা এলাকার পাঁচপীরতলার হাসান মল্লিক এবং নগড়াজল টিকটিকিপাড়ার নুর জামাল শেখ। হাসান মল্লিকের শ্যালক মহম্মদ মিরাজ পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে রয়েছেন। তিনি বলেন, ‘‘জামাইবাবুকে ভিক্টোরিয়া সরকারি হাসপাতাল থেকে সেন্ট জন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু শনিবার সকালে ওই হাসপাতালের চিকিৎসক জানালেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানি না কী হবে।’’

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য দাবি জানানো হবে বলে জানিয়েছেন ঐক্য মঞ্চের নেতারা। ঐক্য মঞ্চের পক্ষ থেকে আসিফ ফারুক বলেন, ‘‘ওই পরিবারগুলির আর্থিক অবস্থা ভালে নয়। মৃতদেহগুলি দ্রুত গ্রামে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নেওয়ারও আবেদন জানিয়েছি। প্রয়োজনে আর্থিক সাহায্য করা হোক।’’ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জানান, তিনি খবর পেয়েই বেঙ্গালুরুর হাসপাতালে যোগাযোগ করেছেন। দেহ ফেরানোরও চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement