Arrest

অগ্নিদগ্ধ হয়ে স্বামীর মৃত্যু, এ বার ১১ বছরের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার মহিলা বিএসএফ কর্মী

স্বামীর অগ্নিদগ্ধ মৃত্যুর পর এ বার ১১ বছরের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক প্রাক্তন মহিলা বিএসএফ কর্মীর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:৫৯
Share:

—প্রতীকী চিত্র।

স্বামীর অগ্নিদগ্ধ মৃত্যুর পর এ বার ১১ বছরের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক প্রাক্তন মহিলা বিএসএফ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত মানসী বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগেও পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছিল, যদিও তখন তিনি ধরা পড়েননি।

Advertisement

২০১১ সালে প্রেম করে সুপদ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় মানসীর। বিয়ের পর বিএসএফে চাকরি পান তিনি। মালদহে কর্মরত ছিলেন। অভিযোগ, সেখানে গিয়ে তিনি রঞ্জিত রায় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং স্বামী-সন্তানকে ছেড়ে তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন। এর কিছু দিন পরেই সুপদ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃতের পরিবারের দাবি, মানসীই তাঁকে খুন করেছেন। তবে সেই সময় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

সুপদের মৃত্যুর পর ছেলেকে নিজের কাছে নিয়ে আসে তাঁর পরিবার। সে কৃষ্ণনগরের বিএসএফ ক্যাম্পে থেকে পড়াশোনা করছিল। সম্প্রতি মানসী ছেলেকে নিজের কাছে ফিরিয়ে আনতে চান। তবে সে রাজি না হওয়ায়, তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। মারধর ও গলা টিপে হত্যার চেষ্টাও করেন বলে পরিবারের দাবি।

Advertisement

এই ঘটনার পর মৃত সুপদের মা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই মানসীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement