Farakka Barrage

বিপদসীমার উপরে ফরাক্কা ব্যারাজের জলস্তর, বন্যার আশঙ্কা বিস্তীর্ণ অংশে! সতর্ক করা হল বাংলাদেশকেও

ফরাক্কা ব্যারাজের বেশির ভাগ গেট থেকে নিয়ন্ত্রিত মাত্রায় জল ছাড়া শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে জলের প্রবাহ অব্যাহত থাকলে গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ অংশে বন্যার আশঙ্কা রয়েছে ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৬:৪৩
Share:

ফরাক্কা ব্যারাজ। —ফাইল চিত্র।

মুর্শিদাবাদে ফরাক্কা বাঁধ এলাকায় গঙ্গার আপ ও ডাউন স্ট্রিমে জলস্তর বিপদসীমা অতিক্রম করল সোমবার। ফরাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার বিপদসীমা ২২.২৫ মিটার। সোমবার সকালে আপ স্ট্রিমে জলস্তর পৌঁছে গিয়েছে ২৭.১০ মিটারে। অন্য দিকে, ডাউন স্ট্রিমে গঙ্গার জলস্তর ২৪.০১ মিটার উচ্চতায় বইছে। মধ্য প্রবাহেও প্রবল বৃষ্টিপাতের কারণে ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ জলপ্রবাহ ব্যারাজের দিকে আসতে শুরু করায় জলস্তর আরও বাড়বে বলে জানাচ্ছেন ব্যারাজ কর্তৃপক্ষ।

Advertisement

ইতিমধ্যে ফরাক্কা ব্যারাজের বেশির ভাগ গেট থেকে নিয়ন্ত্রিত মাত্রায় জল ছাড়া শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে জলের প্রবাহ অব্যাহত থাকলে গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ অংশে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রেই।

মুর্শিদাবাদের সুতি, শমসেরগঞ্জ হয়ে পদ্মার যে শাখা বাংলাদেশের প্রবেশ করেছে, সেখানেও জলস্তর বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফরাক্কা বাঁধে যে পরিমাণ জল এই মুহূর্তে ধরা আছে, অতিরিক্ত জলপ্রবাহ অব্যাহত থাকলে জল ছাড়তে বাধ্য হবেন কর্তৃপক্ষ। বিষয়টি সম্পর্কে বাংলাদেশের জলসম্পদ মন্ত্রককে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

Advertisement

ব্যারাজ থেকে জল ছাড়তে শুরু করায় মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শমসেরগঞ্জ ব্লকের লোহাপুর, শিবনগর-সহ একাধিক জায়গায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত এবং বাঁধের ছাড়া জলের জন্য বন্যার আশঙ্কা নদিয়া, মুর্শিদাবাদ-সহ নিম্ন গঙ্গা অববাহিকার একাধিক জেলায়। জল বেড়েছে গঙ্গার শাখা নদীগুলিতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement