Gold Smugglers

মাটি খুঁড়তেই মিলল কোটি টাকার সোনার বিস্কুট! বিএসএফের তাড়া খেয়ে বাংলাদেশ পালালেন পাচারকারীরা

সোনা পাচার করতে গিয়ে বিএসএফের ‘অতিসতর্কতা’ টের পেয়ে গিয়েছিলেন পাচারকারীরা। ধরা পড়ার ভয়ে তাঁরা কৌশল বদলেছিলেন। পালিয়ে যান বাংলাদেশ। তার আগে মাটিতে পুঁতে দেন সোনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২০:৪৫
Share:

উদ্ধার হওয়া সোনার বিস্কুটের কয়েকটি। —নিজস্ব চিত্র।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়া নজরদারির মুখে পড়ে মাটিতে গর্ত খুঁড়ে কোটি টাকার সোনার বিস্কুট লুকিয়ে পালিয়েছিলেন পাচারকারীরা। মুর্শিদাবাদে জলঙ্গি সীমান্ত এলাকা থেকে ওই ৮টি সোনার বিস্কুট উদ্ধার করা হল। তবে পাচারকারীদের কাউকে ধরা যায়নি। অভিযানের সময় তাঁরা বাংলাদেশ পালিয়ে যান বলে দাবি বিএসএফের।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, জলঙ্গির চরভদ্রা বিওপি পয়েন্ট এলাকায় ১৪৬ নম্বর ব্যাটালিয়নের চরভদ্রা ফরওয়ার্ড বিওপি ক্যাম্পের জওয়ানেরা সীমান্ত থেকে কয়েক’শো মিটার দূরের একটি মাঠ থেকে ৮৩২.৫৫ গ্রাম ওজনের মোট ৮টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা। বস্তুত, চরভদ্রা ফরওয়ার্ড বিওপি ক্যাম্পের আধিকারিকেরা আগে থেকেই খবর পেয়েছিলেন যে ওই এলাকা দিয়ে বাংলাদেশে সোনা পাচার হতে পারে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগেভাগে সতর্ক করে দেওয়া হয়েছিল জওয়ানদের। বাড়ানো হয়েছিল নজরদারি।

অন্য দিকে, সোনা পাচার করতে গিয়ে বিএসএফের ‘অতিসতর্কতা’ টের পেয়ে গিয়েছিলেন পাচারকারীরা। ধরা পড়ার ভয়ে তাঁরা কৌশল বদলেছিলেন। সীমান্ত থেকে কয়েকশো মিটার দূরে একটি মাঠের মধ্যে গর্ত খুঁড়ে সোনার বিস্কুটগুলো পুঁতে দেন। অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যান তাঁরা।

Advertisement

কয়েক ঘণ্টার চিরুনি তল্লাশিতে ওই সোনাগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ। আটটি সোনার বিস্কুট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত রবিবার রাতে শুল্ক বিভাগের হাতে সেগুলো তুলে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement