—প্রতিনিধিত্বমূলক ছবি।
বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। অভিযোগ, তার জেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। মৃতের নাম অমর দেবনাথ (৪২)। পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেল করা হত অমরকে। সেই চাপে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। শনিবার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল নদিয়ার শান্তিপুরের ঢাকাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বন্ধুর প্রেমিকার পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়েছিল অমরের। বিশেষ করে ওই যুবতীর মায়ের সঙ্গে তাঁর ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ ছিল। কিন্তু সেটা সন্দেহের চোখে দেখতে থাকে দুই পরিবার। অভিযোগ ওঠে বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে অমরের।
অমর বিবাহিত। তাঁর এক সন্তানও রয়েছে। এই ‘সম্পর্ক’ ঘিরে অশান্তির আঁচ এসে পড়ে তাঁর পরিবারেও। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রায়শই অমর এবং তাঁর স্ত্রীর কলহ হত। শনিবার বাড়ি থেকে অমরের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন যুবক। দায়ী করা হয় সেই মহিলাকে।
মৃতের পরিবারের অভিযোগ, বন্ধুর প্রেমিকার মা টাকার জন্য ব্ল্যাকমেল করতেন অমরকে। প্রথম প্রথম টাকা দিয়েছেন অমর। নামপ্রকাশে অনিচ্ছুক মৃতের পরিবারের এক সদস্য বলেন, ‘‘টাকার চাহিদা বেড়েই চলছিল ওই মহিলার। গতকাল (শুক্রবার) রাতেও মহিলার সঙ্গে অমরের তর্ক হয়েছিল। সকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ও।’’
মৃতের স্ত্রী দীপা অধিকারী বলেন, ‘‘ওই মহিলা আমার স্বামীর ‘ব্রেনওয়াশ’ করছিল। ও কেবল ওই মহিলার কথাই শুনত। ওই মহিলার জন্য আমার সন্তান আজ পিতৃহারা। আমি চাই, ওই মহিলার উপযুক্ত শাস্তি হোক।’’ তিনি জানান, শান্তিপুর থানায় অভিযুক্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্য দিকে, অভিযুক্ত মহিলার খোঁজ মেলেনি।