Nadia

দীক্ষা নেওয়ার আগে স্নানে নেমে বহরমপুরে গঙ্গায় তলিয়ে গেলেন তরুণ! চলছে তল্লাশি

পরিবার সূত্রে খবর, বীরভূম জেলার পাইকর থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা তাঁরা। রবিবার পরিবারের ৭ জন সদস্য মুর্শিদাবাদে এসেছিলেন। ছোটো ধাম সংলগ্ন গঙ্গায় স্নান করতে নামেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১০:১৩
Share:

মুর্শিদাবাদে গঙ্গায় তলিয়ে গেলেন এক তরুণ। —প্রতীকী চিত্র।

দীক্ষা নিতে এসে বহরমপুরে গঙ্গায় তলিয়ে গেলেন বীরভূমের যুবক। তাঁর খোঁজে চলছে তল্লাশি। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধাম সংলগ্ন ঘাটে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অনীশ হালদার নামে ১৯ বছরের এক তরুণ পরিবারের সঙ্গে জগৎবন্ধু ঘাটে এসেছিলেন। দীক্ষা নেওয়ার আগে গঙ্গা স্নান করতে নামেন। কিন্তু স্নানে নেমেই তলিয়ে যান তিনি। স্থানীয়রা তাঁর খোঁজ শুরু করেন। তরুণের পরিবার সূত্রে খবর, বীরভূম জেলার পাইকর থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা তাঁরা। রবিবার পরিবারের ৭ জন সদস্য মুর্শিদাবাদে এসেছিলেন। ছোটো ধাম সংলগ্ন গঙ্গায় স্নান করতে নামেন তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। কিন্তু তাঁদের অভিযোগ, উদ্ধারকাজে দেরি হয়েছে। এ নিয়ে বিক্ষোভ দেখান গঙ্গায় তলিয়ে যাওয়া তরুণের পরিবারের সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement