Khargram Child Murder Case

কানের দুলের জন্য শিশুকন্যাকে খুন! মুর্শিদাবাদে অভিযুক্তদের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত

শুধুমাত্র কানের দুলের জন্য শিশুকন্যাকে খুন করেছিলেন দুই মহিলা। বছর ছয়েক আগে মুর্শিদাবাদের ওই ঘটনায় দোষী সাব্যস্ত দুই মহিলাকে শনিবার যাবজ্জীবনের সাজা শোনাল কান্দি আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শুধুমাত্র কানের দুলের জন্য শিশুকন্যাকে খুন করেছিলেন দুই মহিলা। বছর ছয়েক আগে মুর্শিদাবাদের ওই ঘটনায় দোষী সাব্যস্ত দুই মহিলাকে শনিবার যাবজ্জীবনের সাজা শোনাল কান্দি আদালত।

Advertisement

সাজাপ্রাপ্ত দুই মহিলার নাম নাসিমা বিবি ও ফাইনুর বিবি। ছ’বছর আগে মুর্শিদাবাদের খড়গ্রামে বছর চারেকের এক শিশুকন্যাকে খুন করেছিলেন নাসিমা ও ফাইনুর। ঘটনাটি ঘটে ২০১৯ সালের ১১ নভেম্বর। ওই দিন খড়গ্রামের দেবগ্রাম গ্রামের বাসিন্দা নাসিমা বিবি ও ফাইনুর বিবির বিরুদ্ধে এলাকারই বছর চারেকের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে। পরে জানা যায়, কানের দুল ছিনতাইয়ের জন্য ওই শিশুকে হত্যা করেছিলেন দুই মহিলা। শিশুমৃত্যুর বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীরা দুই মহিলাকে আটকে রেখে মারধর করেন। শেষমেশ পুলিশ এসে দুই অভিযুক্তকে উদ্ধার করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃত দু’জনের মধ্যে একজন জেল হেফাজতে থাকাকালীন বিচারপ্রক্রিয়া শুরু হয়। অন্য জন পরে কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে শনিবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কান্দি মহকুমা আদালত। দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement