অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ‘আতঙ্কে’ আত্মঘাতী মুর্শিদাবাদের বহরমপুরের তারক সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ছিল অভিষেকের জন্মদিন। নেতাকে শুভেচ্ছা জানাতে কলকাতায় হাজির হয়েছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। তাঁর দাবি, জন্মদিনের অনুষ্ঠানের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও অভিষেক মৃত তারকের পরিবারের প্রসঙ্গে তোলেন এবং নির্দেশ দেন ওই পরিবারের পাশে থাকার। নাড়ুগোপালের দাবি, এমন ঘটনা এড়াতে স্থানীয় নেতৃত্বকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
গত বৃহস্পতিবার বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা, ঝালমুড়ি বিক্রেতা তারক গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। তারা এ-ও জানায়, ২০০২ সালের ভোটার তালিকায় নাম-না থাকা এবং বিবাহিত মেয়ের জন্য এসআইআরের প্রয়োজনীয় নথি জোগাড় করতে না-পারার প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। তারকের স্ত্রী প্রিয়া জানান, নথি না থাকায় গত কয়েক দিন ধরেই তারক উদ্বেগের মধ্যে ছিলেন। বস্তুত, বহরমপুর বস্তি এলাকার বহু মানুষই এসআইআরের জন্য আতঙ্কে রয়েছেন বলে দাবি তাঁদের।
বহরমপুর পুরসভার চেয়ারম্যান জানান, অভিষেকের সঙ্গে তাঁর মিনিট চারেক কথা হয়েছিল। তার মধ্যেই তিনি তারকের মৃত্যুর প্রসঙ্গ তোলেন। নাড়ুগোপাল বলেন, ‘‘আমি যখন প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাই, সেই সময় তিনি বেশ কিছু ক্ষণ আমার সঙ্গে কথা বলেন এবং তারক সাহার পরিবারের খোঁজ নেন। আমাকে নির্দেশ দিয়েছেন, দলের তরফ থেকে যেন ওই পরিবারের পাশে সব রকমভাবে থাকা হয়। পাশাপাশি কিছু দিনের মধ্যেই রাজ্য তৃণমূল নেতৃত্ব তারকের পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন বলে জানিয়েছেন।’’
জানা গিয়েছে, পুরসভার চেয়ারম্যান মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। নেতৃত্বের নির্দেশের পর আরও কী ধরনের সাহায্য করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।