—প্রতীকী চিত্র।
মাদক মামলায় বাংলার এক জেলবন্দিকে দিল্লি বিস্ফোরণকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় গোয়েন্দারা। আটক করা হয়েছে ওই আসামির সহোদরকেও। রবিবার এ নিয়ে শোরগোল নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার একটি বাড়িতে গিয়েছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর একটি দল। হাজির হয়েছিলেন কেন্দ্রের গোয়েন্দারাও। এখন আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে ওই পরিবারের এক সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।
পুলিশের একটি সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে বন্দি পলাশিপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদের সঙ্গে জঙ্গি সন্দেহে জেলবন্দি কয়েক জনের ঘনিষ্ঠতা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দেশবিরোধী চক্রান্ত এবং জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে সাবির এখন সন্দেহের তালিকায়। এমনকি, দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাঁদের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
সাবিরের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক মোবাইল এবং বেশ কিছু গ্যাজেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকাও। সাবিরের ভাই ফয়জল আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রাজ্য পুলিশের এসটিএফ।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জেলবন্দি সাবির বা তাঁর পরিবারের কারও প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। কী ভাবে সাবিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অজানা উৎস থেকে নিয়মিত টাকা আসত, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।