College Examination

পরীক্ষায় নকল করতে বাধা, শিক্ষকদের বিরুদ্ধে পড়ুয়াদের বিক্ষোভ ঔরঙ্গাবাদের কলেজে

পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের একাংশ দাবি করেন, পরীক্ষা চলাকালীন তাঁদের নকল করতে বাধা দেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা। এর পরেই ওই কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘিরে রেখে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সুতি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা চলাকালীন একটি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দিয়েছিলেন শিক্ষকেরা। পরীক্ষা শেষে ওই কলেজের সামনেই বিক্ষোভ দেখালেন বেশ কিছু ছাত্রছাত্রী। বিক্ষোভের জেরে সোমবার দুপুরে সুতি থানার ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ।

Advertisement

কলেজ সূত্রে খবর, এ বার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শমসেরগঞ্জের নুর মহম্মদ স্মৃতি বিদ্যালয় এবং ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের পঞ্চম সেমেস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষাকেন্দ্র ডিএনসি কলেজে পড়ে। সোমবার বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের একাংশ দাবি করেন, পরীক্ষা চলাকালীন তাঁদের নকল করতে বাধা দেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা। এর পরেই ওই কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘিরে রেখে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় খবর দেন কলেজ কর্তৃপক্ষ।

ডিএনসি কলেজের অধ্যক্ষ সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “পরীক্ষা চলাকালীন কিছু ছাত্রছাত্রী অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন। শিক্ষকেরা তাঁদের বাধা দেন। পরীক্ষা শেষে ওই ছাত্রছাত্রীরাই কলেজের কয়েক জন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

Advertisement

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন