বহরমপুরে রাহুলের সভা

চলতি জুলাই মাসের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার জন্য মুর্শিদাবাদ জেলায় রাজ্যের ৩ নেতা ১০ দিনের জন্য শিবির করে থাকবেন। রবিবার বহরমপুরে এ কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০০:৫৬
Share:

বহরমপুরে রাহুলের সিংহের সভা।

চলতি জুলাই মাসের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করার জন্য মুর্শিদাবাদ জেলায় রাজ্যের ৩ নেতা ১০ দিনের জন্য শিবির করে থাকবেন। রবিবার বহরমপুরে এ কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, ‘‘যাঁরা মিসড কলের মাধ্যমে দলের প্রাথমিক সদস্য হয়েছেন তাঁদের বাড়ি গিয়ে তদন্ত করার পর স্থায়ী সদস্য করা হবে। তারপর তৃণমূল মুক্ত বাংলা গড়তে অগস্ট থেকে আন্দোলন শুরু হবে।’’ নভেম্বরের পর মুর্শিদাবাদে প্রধানমন্ত্রী ও অমিত শাহ সভা করবেন বলে এ দিন দাবি করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement