প্রতীকী ছবি
ফের জেলায় করোনা আক্রান্ত হলেন ৩৩ জন। রবিবার রাতে তাঁদের করোনা পজ়িটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশকর্মী, ব্যাঙ্ককর্মী, হাসপাতালের ল্যাবরেটরি কর্মী রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হবে। জেলা প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগামী ২০দিন ধরে ৫০টি করে অ্যান্টিজেন টেস্ট করা হবে। এজন্য এক হাজার কিট পাঠানো হচ্ছে বলে স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে। মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের চিহ্নিত করে পদক্ষেপ করা হচ্ছে।’’
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার শর্মিলা মল্লিক বলেন, ‘‘খুব জরুরি রোগীদের ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। ফলে তাঁদের ক্ষেত্রে দ্রুত রিপোর্ট হাতে পাওয়া যাবে। মঙ্গলবার অথবা বুধবার থেকে এই পরীক্ষা শুরু করা হবে।’’
এর সুবিধা কী?
হাসপাতাল সুপার জানান, করোনার অন্য আরটিপিসিআর পরীক্ষার ক্ষেত্রে যেখানে ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে মাত্র এক ঘণ্টা সময় লাগবে। ফলে দ্রুত রিপোর্ট হাতে পেলে চিকিৎসা সহ সব ধরনের সুবিধা হবে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবরেটরিতে আরটিপিসিআর (রিয়েল টাইম পলিমারেস চেন রিঅ্যাকশন) পরীক্ষায় বর্তমানে ৫৫০টি করে নমুনার পরীক্ষা হয়। ওই সংখ্যা বাড়িয়ে সাতশো করার নির্দেশ এসেছে।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সংখ্যা যে বাড়ানোর নির্দেশ এসেছে তাও কার্যকর করা হবে। মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানান, করোনার উপসর্গ নিয়ে ভর্তি থাকা, কিংবা হাসপাতালে ভর্তি থাকা কিছু রোগীর দ্রুত রিপোর্ট প্রয়োজন হয়। তাঁদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জেলায় ৩৩ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের জঙ্গিপুর মহকুমায় করোনা পজ়িটিভ হয়েছে। বাকিরা লালবাগ, কান্দি, বহরমপুর ও ডোমকলে রয়েছে। রবিবার রাতে শমসেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক ল্যাবরেটরি টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়েছেন।